শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২১, ০৭:১৭ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২১, ০৭:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদ্রোহী প্রার্থীর হামলায় নিহত রাজ্জাক মোল্লার জানাজা সম্পন্ন: নতুন করে মামলার প্রস্তুতি

শরীয়তপুর প্রতিনিধি: [২] সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা আওয়ামীলীগের বহিস্কৃত সদস্য এবং সদ্য বিজয়ী চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারের সমর্থকদের হামলায় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থক আব্দুর রাজ্জাক মোল্লাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

[৩] শনিবার (২৭ নভেম্বর) সকালে জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। নিজ এলাকায় জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। এতে অংশগ্রহণ করেন, শরীয়তপুর -১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পালং থানার ওসি আক্তার হোসেন প্রমূখ।

[৪] পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গত ১১ নভেম্বর শরীয়তপুর সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে আংগারিয়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের (নৌকা) চেয়ারম্যান প্রার্থী ছিলেন আসমা আক্তার। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস) আনোয়ার হোসেন হাওলাদার। তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।

[৫] নির্বাচনে বিজয়ী হন আনোয়ার হোসেন হাওলাদার ভোটের আগে ৭ নভেম্বর সন্ধ্যায় সদর উপজেলার আংগারিয়া ইউপির ২ নং ওয়ার্ডের চরপাতাং পাকার মাথা এলাকায় নির্বাচনী ক্লাবে ১০ থেকে ১৫ জন আসমা আক্তারের সমর্থকরা বসে ছিলেন। ওই সময় বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদারের সমর্থকরা ক্লাবের সামনের সড়ক দিয়ে মিছিল নিয়ে যাচ্ছিলেন। তখন দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এক পর্যায়ে আনোয়ার হোসেন হাওলাদারের কর্মী-সমর্থকরা আওয়ামী লীগের সমর্থক আব্দুর রাজ্জাক মোল্লা, আক্তার মোড়ল (৪৫) ও বাবু মোল্লাকে (৩০) দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন।

[৬] এসময় নৌকার একটি ক্লাবঘর, তিনটি মোটরসাইকেল, কয়েকটি দোকানঘর ভাঙচুর ও তাজুল ইসলাম মোল্লার দুটি ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। পরেরদিন ৭৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে পালং মডেল থানায় একটি মামলা করেন আসমার সমর্থক মনির মোড়ল।

[৭] মামলার পরপরই ৮ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর গত শুক্রবার ভোর ৫টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহত আব্দুর রাজ্জাক মোল্লা। শনিবার (২৭ নভেম্বর) সকালে জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। নিজ এলাকায় জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। এঘটনায় নতুন করে রবিবার মামলা করবেন বলে জানিয়েছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসমা আক্তার।

[৮] এ ব্যাপারে বিজয়ী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও বিজয়ী চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার বলেন, দোষতো আমাদেরই দেবে। কারণ আমরা তাদের বিপক্ষে ছিলাম। আসলে রাজ্জাক মোল্লার ঘটনায় আমরা জড়িত নই।

[৯] আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরাজিত আসমা আক্তার বলেন, রাজ্জাক মোল্লাকে আনোয়ার হোসেন হাওলাদার ও তার লোকেরা কুপিয়ে হত্যা করেছে। আমরা নতুন করে মামলা করবো। আমরা এর বিচার চাই।

[১০] এ ব্যাপারে পালং মডেল থানার ওসি আক্তার হোসেন বলেন, গত ৭ নভেম্বর সন্ধ্যার হামলার ঘটনায় মামলা হয়েছিল। আমরা আটজন আসামিকে গ্রেপ্তারও করেছিলাম। এখন হত্যা মামলা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়