শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২১, ০৬:২৯ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২১, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামীকাল দৌলতপুর উপজেলায় ভোট, সহিংসতার শঙ্কায় ভোটাররা

ফয়সাল চৌধুরী: [২] কুষ্টিয়ায় রোববার (২৮ নভেম্বর) দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট দিতে পারবেন না বলে আশঙ্কা প্রকাশ করছেন সাধারণ ভোটাররা। তারা বলছেন, ভোটের দিন কেন্দ্রে গ্যাঞ্জাম (কেন্দ্র দখল, মারামারি),সহিংসতার হওয়ার আশঙ্কা আছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলন, ‘যোগদান করার দুই দিন হয়ে গেল, এর মধ্যে ছয় ঘণ্টাও ঘুমাইনি।জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় মো.খায়রুল আলম স্যার এসে আমাদেরকে সঠিক দিক নির্দেশনা প্রদান করেছেন।ভোট সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে যা যা দরকার, তাই–ই করা হবে।নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ সুপারের নির্দেশনায় দৌলতপুর থানা পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছ।'

[৪] এদিকে এই উপজেলায় ইউপি নির্বাচনে তফসিল হওয়ার পর থেকেই পাল্টাপাল্টি হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এ ছাড়া ক্ষমতাসীন দলের নেতারা বিভিন্ন পথসভায় তাঁদের বক্তব্যে নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মেরে ভোট দেওয়ার হুমকি দেন। এসব মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ওই বক্তব্য লাইভ করেন।

[৫] উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, প্রতিটি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানরা আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক পেয়েছেন। প্রত্যেক ইউনিয়নে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আছে। অন্যদিকে বিএনপির নেতা–কর্মীরা চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।

[৬] কয়েকজন ভোটার বলেন, এবার দৌলতপুরে ত্রিমুখী যুদ্ধ হচ্ছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নৌকার চেয়ে বিদ্রোহীদের মাঠ বেশি দখলে। দলীয় ভোট ভাগ হয়ে যাওয়ায় বিএনপিও একটু বাড়তি সুযোগ পাচ্ছে। প্রতিদিন বিকেলে এলাকায় বহিরাগতরা মোটরসাইকেল মহড়া দিচ্ছে। তবে ভোটের দিন যদি প্রশাসন ঠিক থাকে, তারা কোনো পাত্তা পাবে না। প্রশাসনকে আরো কঠোর হতে হবে।

[৭] তবে ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ থাকলে কে চেয়ারম্যান নির্বাচিত হবেন, সেটা বলা মুশকিল।তবে ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন এবং তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেবেন। ভোট দেওয়ার জন্য তারা উদ্‌গ্রীব হয়ে আছেন।

[৮] উপজেলার দৌলতপুর, রিফাইতপুর, পিয়ারপুর, হোগলবাড়িয়া, আদাবাড়িয়া ইউনিয়নের সাধারণ ভোটারদের মধ্যে অনেকে বলছেন, তাঁরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কায় আছেন।

[৯] এদিকে দৌলতপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় ২৩ আওয়ামী লীগ নেতা দল থেকে বহিস্কৃত হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়