শিরোনাম

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২১, ১২:৩৪ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২১, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউপি নির্বাচন: কুমারখালীতে ১১ চেয়ারম্যান পদের বিপরীতে ৬৭ মনোনয়নপত্র জমা

ফয়সাল চৌধুরী: [২] কুষ্টিয়ার কুমারখালীতে চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। ১১ টি ইউনিয়ন নিয়ে গঠিত সাহিত্য ও সাংস্কৃতিক জনপদ এই উপজেলাটি।

[৩] বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রিটারনিং কর্মকর্তার নিকট মনোয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। আগামী ২৯ নভেম্বর সোমবার মনোয়নপত্র যাচাই - বাছাই করা হবে এবং ৬ ডিসেম্বর সোমবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। সংশোধিত তারিখ অনুযায়ী ২৬ ডিসেম্বর হবে ভোট গ্রহণ।

[৪] উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে, উপজেলার ১১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা দুই লক্ষ ৪৯ হাজার ৯৩৮ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৬ হাজার ২৯৯ এবং মহিলা ভোটার সংখ্যা এক লক্ষ ২৩ হাজার ৬৩৯ জন।

[৫] উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র আরো জানায়, চেয়ারম্যান পদে ৬৭টি, সংরক্ষিত মহিলা সদস্য ১২২ জন ও সাধারণ সদস্য পদে-৪৩০টি মনোয়নপত্র জমাদান। তন্মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের-১১, ইসলামিয়া আন্দোলন-৩, কংগ্রেস-১, জাকের পার্টি-৫, জাসদ-২, ও স্বতন্ত্র ৪৫ প্রার্থী চেয়ারম্যান পদে মনোয়নপত্র জমা দিয়েছেন।

[৬] এছাড়াও শিলাইদহে চেয়ারম্যান পদে মনোয়নপত্র বিতরণ করা হয়েছে ৭টি ও জমা পড়েছে ৭টি। যদুবয়রাতে চেয়ারম্যান পদে বিতরণ ৭টি ও জমাদান ৬টি। পান্টিতে চেয়ারম্যান পদে বিতরণ ৬টি ও জমাদান ৬টি। চরসাদিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিতরণ ৭টি ও জমাদান ৭টি। কয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিতরণ ৯টি ও জমাদান ৭টি। চাপড়াতে চেয়ারম্যান পদে বিতরণ ৯টি ও জমাদান ৯টি। সদকীতে চেয়ারম্যান পদে বিতরণ ৬টি ও জমাদান ৫টি। নন্দনালপুরে চেয়ারম্যান পদে বিতরণ ৩টি ও জমাদান ৩টি। জগন্নাথপুরে চেয়ারম্যান পদে বিতরণ ৭টি ও জমাদান ৫টি। বাগুলাটে চেয়ারম্যান পদে বিতরণ ৭টি ও জমাদান ৭টি। চাঁদপুরে চেয়ারম্যান পদে বিতরণ ৬টি ও জমাদান ৫টি।

[৭] শনিবার দুপুর ১২টায় সময় এসব তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা শিরিনা আক্তার বানু ‘আমাদের সময় ডটকম’কে বলেন, ১১ চেয়ারম্যান পদের বিপরীতে ৬৭টি, ৯৯ সাধারণ সদস্য পদের বিপরীতে ৪৩০টি ও সংরক্ষিত সদস্য পদে ৩৩ পদের বিপরীতে ১২২টি মনোয়নপত্র জমা পড়েছে।

[৮] তিনি আরো বলেন, আওয়ামী লীগের-১১, ইসলামিয়া আন্দোলন-৩, কংগ্রেস-১, জাকের পার্টি-৫, জাসদ-২, ও স্বতন্ত্র ৪৫ প্রার্থী চেয়ারম্যান পদে মনোয়নপত্র জমা দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়