শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২১, ০২:১৮ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২১, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধুমধাম আয়োজনে বিয়ে, বর আসার আগেই হাজির ইউএনও!

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে নবম শ্রেণির এক স্কুলছাত্রী।

গতকাল শুক্রবার দুপুরে বিয়ে বাড়িতে বর আসার আগেই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হালিমা খাতুন উপজেলার ফান্দাউক ইউনিয়নের সওদাগর গ্রামের ওই ছাত্রীর বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন। বাংলাদেশ প্রতিদিন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর সাথে হবিগঞ্জ জেলার দুবাই প্রবাসী এক যুবকের শুক্রবার দুপুরে বিয়ে হওয়ার কথা ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হালিমা খাতুন শুক্রবার দুপুরে বিয়ে বাড়িতে উপস্থিত হন।
পরে তিনি ওই ছাত্রীর জন্মনিবন্ধন যাচাই-বাছাই করে দেখতে পান ওই ছাত্রী অপ্রাপ্ত বয়স্ক। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০১৭ এর ৮ ধারায় কনের পিতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ও কনের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দেবেন না মর্মে ওই ছাত্রীর বাবার কাছ থেকে মুচলেকা নেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হালিমা খাতুন বলেন, বাল্য বিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়