শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২১, ০৬:২৯ বিকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২১, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বালিয়াডাঙ্গী আওয়ামী লীগের ১০ নেতা বহিষ্কার

আনোয়ার হোসেন : [২] তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর হয়ে প্রচারে অংশ নেওয়ার অভিযোগে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের ১০ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত বাবু স্বাক্ষরিত এক চিঠি থেকে বহিষ্কারের বিষয়টি জানা গেছে।

[৩] বহিষ্কার হওয়া নেতারা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার —দুওসুও ইউনিয়ন আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনতাজুর রহমান, তোফায়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, খোরশেদ আলম, কার্যকরী সদস্য আকতার হোসেন, সদস্য নাসির উদ্দীন, হাসিরুল ইসলাম, আব্দুল হালিম, দুওসুও ইউনিয়ন আ'লীগের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি আজহারুল ইসলাম ও ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক উসমান গনি।

[৪] এর আগে গত বুধবার দুওসুও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু প্রভাত কুমার রায় ও সাধারণ সম্পাদক শামসুল আলমের যৌথ স্বাক্ষরিত একটি চিঠিতে বহিষ্কারের সুপারিশ করে উপজেলা আ'লীগ বরাবরে আবেদন করেন। নৌকা প্রতীকের প্রার্থী সোহেল রানার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় আ'লীগের ১০ নেতার নাম উল্লেখ করে ওই বহিষ্কারের সুপারিশ করা হয়।

[৫] বালিয়াডাঙ্গী উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত বাবু বলেন,‘দলের সিদ্ধান্তের বাইরে যারা নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নেবে তাঁদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিদ্রোহীদের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া ভিডিও ফুটেজ দেখে উপজেলা আ'লীগ গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপধারা মোতাবেক ১০ জনকে বহিষ্কার করেছে। বাকি ইউনিয়নের ভিডিও ফুটেজ দেখা হচ্ছে।’

[৬] দলীয় সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ৮ ইউনিয়নে মনোনয়ন বঞ্চিত হয়ে ৯ জন বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম জমা করেছিলেন। এরমধ্যে ৩জন ফরম প্রত্যাহার করে নিয়েছেন। ৪ জনকে দলীয়ভাবে বহিষ্কার করা হয়েছে। উপজেলায় ছাত্রলীগ ও কৃষক লীগের নিয়মিত কমিটি না থাকায় বাকি দুজন বিদ্রোহী প্রার্থীকে এখন পর্যন্ত বহিষ্কার করা হয়নি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়