শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২১, ০৬:০৭ বিকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২১, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়ার সুস্থতা কামনায় মসজিদে মোনাজাত, মন্দির প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতে প্রার্থনা

শিমুল মাহমুদ: [২] বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে দোয়া করেছে বিএনপির নেতা-কর্মীরা।

[৩] শুক্রবার দুপুরে বায়তুল মোকাররমে জুমার নামাজের পর জাতীয় মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোগমুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করেন।

[৪] দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান ও দক্ষিণের আহবায়ক আবদুস সালামসহ কেন্দ্রীয় নেতারা মোনাজাতে অংশ নেন।

[৫] খন্দকার মোশাররফ হোসেন বলেন, আইনের কথা বলে লাভ নেই। আইনজীবীরা বলছেন কোনো বাধা নেই। বাধা হচ্ছে সরকার।

[৬] তিনি বলেন, আজকে তিনি মৃত্যু পথযাত্রী। তাঁর জন্য আমরা সারা দেশে দোয়ার আয়োজন করেছি। এরই অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দোয়ার আয়োজন করেছি। একই সঙ্গে মন্দির প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে প্রার্থনার আয়োজন করা হয়েছে।

[৭] নামাজ শেষে মসজিদের দক্ষিণ প্রাঙ্গণে বিএনপির উদ্যোগে আলাদাভাবে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহবায়ক মাওলানা শাহ নেসারুল হক।

[৮] বিএনপির কর্মসূচি থাকায় ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের চারপাশে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। দক্ষিণ গেটের কাছাকাছি পুলিশের রায়ট কার ও জলকামানের গাড়িও দেখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়