শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২১, ০৪:৪৫ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২১, ০৪:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাটাখালীর মেয়রকে অপসারণে ১২ কাউন্সিলরের অনাস্থা, বছরে তিন কোটি টাকা আয়

মঈন উদ্দীন: [২] পৌরসভার মেয়র আব্বাসের থেকে মুক্তি পেতে কাটাকালী সিটি করপোরেশন বা অন্য কেও হলেও আমাদের আপত্তি নেই। বছর সাড়ে তিন কোটি টাকার রাজস্ব আদায় হয়। এখন ফান্ডে এক কাপ চা খাওয়ার টাকা নেই।

[৩] শুক্রবার (২৬) নভেম্বর সকালেপৌরসভা ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর রহমান সাংবাদিকদের এসব কথা জানান। এসময় পৌরসভার সংরক্ষিত নারী ও সাধারণ কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

[৪] এর আগে, জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি ও বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ প্রতিহতের ঘোষণা দেয়ায় রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র আব্বাস আলীর অপসারণে অনাস্থা আনলেন কাউন্সিলররা। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভা ভবনের সভা কক্ষে কাউন্সিলরদের জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় আব্বাস আলীকে মেয়র পদ থেকে অপসারণের জন্য অনাস্থা প্রস্তাব আনের নারী কাউন্সিলর হোসনে আরা। পরে সর্বসম্মতিক্রমে অনাস্থা প্রস্তাব পাস হয়।

[৫] সংবাদ সম্মেলনে জানানো হয়, কাউন্সিলরা ও পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীদের প্রায়ই অকথ্য ভাষায় গালি-গালাজ। জোর পূর্বক সভা ও অন্যান্য কাগজে স্বাক্ষর করতে বাধ্য করতেন মেয়র। গুরুত্বপূর্ন নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প- ২য় পর্যায়, নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পসহ উন্নয়ন প্রকল্প সমূহের যাবতীয় কাজ তার আত্মীয়-স্বজন ও পছন্দের লোকজনের নামে ঠিকাদারী লাইসেন্স খুলে কাজ দিতেন। বাইরের ঠিকাদারকে লাইসেন্স ইস্যু করতে দিতেন না। আব্বাসের আত্মীয় ও স্বজনের মধ্যে চারজনের নামে লাইসেন্স আছে এই পৌরসভায়।

[৬] এসময় আরো জানানো হয়- পৌরসভার মেয়র আব্বাস আলী চৌমুহনীর আবু বাক্কার হত্যা মামলার সাকাপ্রাপ্ত আসামি। তার ভাই আরিফুল ইসলাম মানিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিউল ইসলাম লিলোন হত্যা মামলার ফাঁসির আসামি। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়