শিরোনাম

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২১, ০৪:২৮ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২১, ০৪:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের আগুনে কাজ করা ফায়ার ফাইটারের মৃত্যু

সুজন কৈরী: [২] চট্টগ্রামের বিসিক শিল্প এলাকার সাগরিকা রোডে অবস্থিত হোমল্যান্ড কেমিক্যাল কারখানার অগ্নিকাণ্ডে অগ্নি নির্বাপণের কাজ শেষে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়া ফায়ার ফাইটার মো. মিলন (৩৮) মারা গেছেন।

[৩] ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান বলেন, শুক্রবার ১২টা ৪০ মিনিটে আগুন নির্বাপণ শেষে স্টেশনে ফেরার পথে বুকে ব্যথা অনুভব করেন ফায়ার ফাইটার মিলন। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ১টা ৫৫মিনিটে তিনি মারা যান।

[৪] মিলন ২০০৫ সালে ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার হিসেবে যোগদান করেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের হাজিপুরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়