শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২১, ১২:২০ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২১, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিধায় আছেন ফেরদৌস !

ইমরুল শাহেদ: করোনা মহামারির কারণে গ্ল্যামার জগতের প্রায় সকলেই কার্যত কর্মহীন জীবন কাটিয়েছেন। বিশেষ করে উচ্চ পারিশ্রমিক পাওয়া তারকারাই ঘর থেকে কোনোদিকে নেহায়েত দরকার না হলে বের হননি। যাননি শুটিং জোনেও। নাটকের যারা লোকশনে গেছেন তাদের কেউ কেউ করোনা আক্রান্ত হয়ে ঘরে ফিরেছেন। আবার অনেকেই সুস্থ থেকেই কাজ করে গেছেন। কিন্তু চলচ্চিত্র তারকারা এ ব্যাপারে যথেষ্ট সচেতনতা দেখিয়েছেন। চলচ্চিত্র ইউনিটগুলোই যেখানে কর্ম বিমুখ ছিলো সেখানে তারকাদের কাজ করার সুযোগ কোথায়? তারপরও কিছু কিছু প্রোডাকশনের কাজ হয়েছে। ফেরদৌস পুরনো ঢাকায় মুক্তিযুদ্ধভিত্তিক অনুদানের একটি ছবিতে কাজ করেছেন।

কাজ করেছেন আরো দু’একজন তারকাও। গত ২৪ নভেম্বর ফেরদৌস কাজ করেন জেডএইচ মিন্টু পরিচালিত অনুদানের ‘ক্ষমা নেই’ ছবিতে। শুটিং হচ্ছিল এফডিসির প্রশাসনিক ভবনের ছাদের উপর। তার সঙ্গে উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন অর্চিতা স্পর্শিয়া। এই দু’জন করোনার নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর বিটিভির একটি অনুষ্ঠানও উপস্থাপনার কাজ করেছেন। ‘ক্ষমা নেই’ ছবিতে ফেরদৌস একজন প্রক্টরের চরিত্রে অভিনয় করছেন। তাকে দেখা গেল বেশ হাসি-খুশি। এছাড়া ফেরদৌস বরাবর এমনটাই। সম্প্রতি তার ভারত যাওয়ার উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটা প্রত্যাহার হয়েছে। এজন্যও তিনি অনেকটা সপ্রতিভ। দেখা হতেই অনেকটা রসিকতার ছলেই তার কাছে জানতে চাওয়া হলো, ওপারে যাচ্ছেন কবে? ফেরদৌস বলেন, এ মাসেই তার কলকাতা যাওয়ার কথা ছিল।

কিন্তু যাওয়া হয়নি। যেতে পারেন ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে। তিনি বলেন, ‘যা করার জন্য ওপার থেকে ডাক এসেছে, সেটা করব কিনা এখনো দ্বিধায় আছি।’ কারণ যারা ডেকেছেন তারা তাকে স্পষ্ট করেননি, কাজটা চলচ্চিত্রের নাকি ওটিটি প্ল্যাটফর্মের জন্য কিছু। তিনি এখনই ওটিটির জন্য কাজ করবেন কিনা সিদ্ধান্ত নিতে পারছেন না। কিন্তু আগামী দিনের প্রদর্শন ক্ষেত্রতো ওটিটিই বলা হলে তিনি বলেন, ওটিটি প্ল্যাটফর্মের তো রকমভেদ আছে। এটাও একটা দ্বিধা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়