শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ০৬:৩৯ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০৬:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরিবহন নেতাদের কাছে জনগণ ও সরকার জিম্মি: ইলিয়াস কাঞ্চন

শিমুল মাহমুদ: [২] নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, আমাদের দেশে ধাক্কা না দিলে কারো ঘুম ভাঙে না। যখন একটা চাপ আসে তখন সরকারের একটু টনক নড়ে। তারা দাবিগুলো পূরণের কথা বলেন। কিন্তু পরিবেশ শান্ত হয়ে গেলে সরকার সবকিছু ভুলে যান। এ কারণে সড়ক নিরাপদ হচ্ছে না বলে মনে করেন ইলিয়াস কাঞ্চন। খবর দ্য ডেইলি স্টার

[৩] ইলিয়াস কাঞ্চন বলেন, সরকারে যারা থাকেন তারা পরিবহন খাতের ধর্মঘটকে ভয় পান। কারণ পরিবহন ধর্মঘটের ফলে জনদুর্ভোগ সৃষ্টি হয় এবং জিনিসপত্রের দাম বেড়ে যায়। ফলে সরকারের শাসন ব্যবস্থা পরিচালনায় সমস্যা হয়। আর সরকার চায় না সেই সমস্যা তৈরি হোক।

[৪] তিনি বলেন, এই জিম্মি দশা থেকে বের হওয়ার জন্য যেসব পরিকল্পনা বা কৌশল নেওয়া দরকার এর আগে কোনো সরকার সে ধরনের পরিকল্পনা নেয়নি। প্রতিবারই পরিবহন নেতাদের কাছে হেরে যাওয়ার একটা প্রবণতা ছিল। ফলে তাদের সাহস বেড়ে গেছে এবং তারা মনে করছেন যে তারা যা দাবি করবে সরকারকে সে দাবিগুলো পূরণ করতে হবে এবং জনগণকেও তা মেনে নিতে হবে। কারণ তারা একটা সংঘবদ্ধ শক্তি।

[৫] তিনি বলেন, এই সংঘবদ্ধ শক্তিকে পরাজিত করার জন্য বিকল্প ব্যবস্থা থাকতে হবে। সেই ব্যবস্থাগুলো এখনো গড়ে উঠেনি। তবে গড়ে ওঠার একটা ব্যবস্থা হচ্ছে। যেমন মেট্রোরেল, উড়াল সেতু হচ্ছে। ফলে সড়কের ওপর তেমন একটা চাপ থাকবে না। জনদুর্ভোগ কমে এলে সড়কের ওপর চাপ কমে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়