শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ০৬:১৯ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০৬:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুলনায় শীত সবজির দাম নাগালে, উর্ধ্বমূখি মুরগির দাম

এইচ আর তানজির: [২] শীতের আগমন ঘটতে না ঘটতেই বাজারে ইতিমধ্যেই বাজারে শীতকালীন শাক-সবজির ব্যাপক সরবরাহ শুরু হওয়ার পাশাপাশি নগরীর দৌলতপুরস্থ পাইকারী-খুচরা সবজির বাজারে শীতকালীন সবজির এখন পর্যাপ্ত সরবরাহের কারনে দাম ক্রেতাদের নাগালে আসতে শুরু করেছে।

[৩] যে কারণে শীত সবজি ক্রয়ে বেশ স্বস্তিবোধ করছে বাজারে আসা ক্রেতারা। এই সকল সবজির তালিকায় রয়েছে ফুলকপি, পাতাকপি, ওলকপি, লাল-সাদা মূলা, মেটে আলু, পালংশাক, দেশী কাঞ্চন শিম, জলপাই, টমেটো, আমড়া,ধনেপাতা ইত্যাদি। তবে বর্তমানে বাজারে শীত সবজি ক্রেতাদের ক্রয় নাগালে থাকলেও বেশ উর্ধ্বগতি স্বল্প বা ক্রেতা নাগালে পাওয়া সহজলোভ্য আমিষের অন্যতম উৎস ব্রয়লার মুরগীর। বিগত কয়েক মাস আগে পাওয়া ১২০-১৩০ টাকায় ক্রয় করা ব্রয়লার মুরগী এখন ১৫০ হতে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

[৪] বৃহস্পতিবার নগরীর দৌলতপুর ও খালিশপুর মুরগীর বাজার ঘুরে দেখা যায় ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। যা এক সপ্তাহ আগে ছিল ১৪০ থেকে ১৪৫ টাকার মধ্যে। আর মাসখানেক আগে ব্রয়লারের কেজি ছিল ১২৫ থেকে ১৩০ টাকা। বিগত কয়েক মাস আগে পাওয়া ১২০-১৩০ টাকায় ক্রয় করা ব্রয়লার মুরগী এখন ১৫০ হতে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি কক ২২০ টাকা, সোনালিকা ২৫০ টাকা, লেয়ার সাদা ২২০ টাকা, লেয়ার লাল ২৫০ টাকা, ছোট ব্রয়লার মুরগী ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

[৫] খালিশপুর চিত্রালী বাজারের ব্যবসায়ী শ্রাবণ জানান, আমরা সাধারণ স্থানীয় বাজার বটিয়াঘাটা, শাহ্পুর, ফুলতলা, জামিরা, নওয়াপাড়া, তেরখাদা, দিঘলিয়াসহ স্থানীয় অঞ্চলগুলোর খাবার হতে ব্রয়লার সহ অন্যান্য মুরগী সংগ্রহ করে বাজারে এনে বিক্রি করি।

[৬] তবে ক্রেতারা যেভাবে বলছে মুরগীর দাম উর্ধ্বমুখি কিন্তু বাচ্চা, ডিম, খাবারের দামসহ প্রভৃতি বৃদ্ধির তুলনায় দাম সহনীয় কারণ বর্তমানে একটি ব্রয়লার মুরগীর বাচ্চা উৎপাদন খরচ ৫০ হতে ৬০ টাকার মধ্যে।
তাছাড়া আমরা মুকাম হতে যে দামে কিনি খুচরা বাজারে খরচ খরচা বাদ দিয়ে কেজি প্রতি ৭-১০ লাভে বিক্রি করি।

[৭] মুরগী ক্রেতা মো: মিলন জানান, গরুর মাংস সকলের ক্রয় ক্ষমতার মধ্যে না থাকলেও মুরগী ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। বিশেষ করে ব্রয়লার। তবে বর্তমান বাজারে ব্রয়লার দাম ক্রমশ উর্ধ্বমূখি হতে শুরু করেছে। যে কারণে সাধারণ মানুষ ব্রয়লার ক্রয়ে বেশ হিমশিম খেতে শুরু করেছে।

[৮] কথা হয় মের্সাস সাদিক ট্রেডার্স, পোল্ট্রি এন্ড ফিস ফিডের সত্ত্বাধীকারী মোঃ জিয়াউর রহমান টিপু জানান, বাজারে যে ব্রয়লার মুরগীর দাম বেশি মনে করা হচ্ছে, আমি মনে করি দাম ঠিকই আছে। কারণ এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে প্রান্তিক কৃষকদের বাচিয়ে রাখতে হবে। বর্তমানে বড়-বড় হ্যাচারীর বাচ্চা ও ডিম উৎপাদন কম। পাশাপাশি ব্রয়লারের বাচ্চা উৎপাদন করতে লাগছে ৫০ হতে ৬০ টাকা মধ্যে।

[৯]ভ্যাকসিন বা মেডিসিন করোনা আগের তুলনায় ২০-৪০% বাড়ছে। একই সাথে ব্রয়লারের মূল খাদ্য ভুট্টাদানা, সয়াবিন, পালিশ, কুড়া, মিডবোন, শামুকের গুড়া, ওষুধসহ অন্যান্য দ্রবাদির দাম বেশি। এই প্রেক্ষাপটে বাচ্চা, খাবার ও ওষুধের দাম বৃদ্ধির কারণে তৃণমূল কৃষকদের উৎপাদনে ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে। তাই বাজার নিয়ন্ত্রণে আনতে হলে উৎপাদন খরচ ও খাবারের দাম কমাতে হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়