শিরোনাম
◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ০৬:০৩ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০৬:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]হাওরের জেলা সুনামগঞ্জে স্বাক্ষরতার হার দুর্ভাগ্যজনক: বিভাগীয় কমিশন

নুর উদ্দিন : [২] সুনামগঞ্জ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধির সাথে মতবিনিময় করেছেন বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

[৩] মতবিনিময়কালে বিভাগীয় কমিশনার বলেন, হাওরের জেলা সুনামগঞ্জে স্বাক্ষরতার হার দুর্ভাগ্যজনক। এটি পরিবর্তন করতে হবে। সরকার এখন শিক্ষাখাতে বিনোয়োগ করছেদ আমাদের এটিকে কাজে লাগাতে চাই। রাজনৈতিক ও প্রশাসনিক সকল পর্যায়ের লোকদের অংশ গ্রহণে শিক্ষার হার বৃদ্ধি করতে হবে। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ইউনিসেফের সাথে কথা হচ্ছে। তাদেরকে নতুন নতুন ক্ষেত্র খোঁজে দিয়ে বিকল্প ব্যবস্থার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।

[৪] ঝড়েপড়া হার শূন্যের কোটায় নিয়ে আসতে হবে। যেসব শিশু লেখাপড়া ছেড়ে দিয়েছে তাদের স্কুলে ফিরিয়ে আনতে হবে। কেননা পড়াশোনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়।

[৫] তিনি বলেন, জাতীয় সংঘ আমাদের উন্নয়নে স্বীকৃতি দিয়েছে। ২০২৬ সালের মধ্যে উন্নয়নশীল দেশে উন্নীত হবে দেশ। এদেশের মানুষের আর্থসামাজিকতার উন্নয়ন হয়েছে। এমনিতে এই পরিবর্তন হয়নি। দারিদ্র বিমোচন ও উন্নয়নের মধ্যদিয়ে এই অর্জন। দেশ এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন।

[৬] জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌর মেয়র নাদের বখত, পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক বিজন কুমার সিংহ, অসীম চন্দ্র বনিক প্রমুখ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়