শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ০৫:২২ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০৫:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথম টেস্টের জন্য পাকিস্তানের ১২ জনের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: [২] চট্টগ্রাম টেস্টের জন্য পাকিস্তান ১২ জনের দল ঘোষণা করেছে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাবর আজম দল ঘোষণা করেছেন।

[৩] ১২ জনের স্কোয়াডে পাকিস্তান ওপেনার রেখেছে তিনজন। আবীদ আলী ও ইমাম-উল-হকের সঙ্গে আছেন আব্দুল্লাহ শফিক। পাকিস্তানের হয়ে সর্বশেষ ২০১৯ সালে টেস্ট খেলেন ইমাম-উল-হক। কায়েদ-ই-আজম ট্রফির চলতি আসরে দারুণ পারফরম্যান্স করে জায়গা করে নেন তিনি। বাংলাদেশে আসার আগে পাঁচ ইনিংসে দুটি সেঞ্চুরি করেছেন, এর মধ্যে রয়েছে একটি ডাবল সেঞ্চুরি।

[৪] আবীদ পাকিস্তানের নিয়মিত ওপেনার। ফলে শফিককে মূল একাদশে দেখতে না পাওয়ার শঙ্কাই বেশি। বাবর, রিয়জওয়ান, আজহার আলী, ফওয়াদ আলম দলের নিয়মিত ক্রিকেটার। তাদের নিয়েই মাঠে নামছে অতিথিরা।

[৫] দলে রাখা হয়েছে দুই স্পিনার নওমান আলী ও সাজিদ খানকে। এছাড়া দুই পেসার শাহীন শাহ আফ্রিদি ও হাসান আলীর সঙ্গে রয়েছেন পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ। সব মিলিয়ে পুরো দলটি বেশ ভারসাম্য পূর্ণ। ১২ জনের দল থেকে শুক্রবার মাঠে নামার আগে সেরা ১১ জনকে চূড়ান্ত করবে পাকিস্তান।

[৬]পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, ইমাম-উল-হক, নওমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।- ক্রিকবাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়