শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ০৩:৩৬ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০৩:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একদল কমিয়ে ৬ দল নিয়ে জানুয়ারিতে শুরু হবে বিপিএল

রাহুল রাজ: [২] বিশ্ব ক্রিকেটের জমজমাট ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগগুলোর মধ্যে অন্যতম বিপিএল অষ্টম আসর শুরু হওয়ার সম্ভাব্য তারিখ দেখানো হয়েছে আগামী ২২শে জানুয়ারী এবং একটি দল কমে এই আসরে অংশ নিবে ৬টি ফ্র্যাঞ্চাইজি।

[৩] করোনা মহামারির কারণে গত দুই বছর অনুষ্ঠিত হয়নি বাংলাদেশ ঘরোয়া লিগগুলোর মধ্যে অন্যতম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

[৪] সেই সময়ে ক্রিকেটারদের ফিটনেস ঠিক রাখার জন্য বাংলাদেশী ক্রিকেটারদের নিয়ে বিসিবি আয়োজন করেছিলো বঙ্গবন্ধু কর্পোরেট লিগ নামে একটি টি- টোয়েন্টি আসর। তবে আসন্ন ২২শে জানুয়ারী থেকে ২০শে ফ্রেব্রুয়ারী পর্যন্ত মাঠে গড়াতে পারে বিশ্ব ক্রিকেটের জমজমাট ক্রিকেট লিগ বিপিএলের অষ্টম আসরের খেলা।

[৫] ফ্র্যাঞ্চাইজিদের উদ্দেশ্যে বিসিবি যে বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে জানানো হয়েছে আসন্ন বিপিএলের অষ্টম আসরে অংশ নিতে পারবে ৬টি দল। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ব্যস্ত সূচী থাকার কারণে এক মাসের বেশি ফাঁকা সময় নেই বিসিবির কাছে তাইতো গত আসরের চেয়ে একদল কম হবে অনুষ্ঠিত হবে ঘরোয়া এই লিগটি।

[৬] বিপিএলের অষ্টম আসর প্রসঙ্গে বিসিবির বোর্ড পরিচালক জালাল ইউনুস জানান, আমরা তো অবশ্যই বিপিএল করব। অষ্টম সংস্করণের জন্য ফাঁকা জায়গা আগেই জানিয়ে দেওয়া হয়েছে ২২ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি।

[৭] অষ্টম আসরের দল কম হওয়ার কারণ ব্যাখা করে বিসিবির শীর্ষস্থানীয় এই কর্মকর্তা জানান, আগ্রহী ফ্র্যাঞ্চাইজিরা আবেদন করতে পারবে। ছয়টা ফ্র্যাঞ্চাইজির জন্য আমরা চেয়েছি। আমাদেরও ইচ্ছা ছিল ছয়টির বেশি ফ্র্যাঞ্চাইজি রাখার। কিন্তু বেশি নিতে পারছি না- কারণ আমাদের ব্যস্ত আন্তর্জাতিক সূচি আছে। এবার এটা সম্ভব নয়

[৮] তাছাড়া বঙ্গবন্ধু কর্পোরেট লিগ শুধুমাত্র মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হলেও আসন্ন বিপিএল অনুষ্ঠিত হতে পারে একাধিক মাঠে। অন্যদিকে ইতিমধ্যে লিগে অংশগ্রহণ নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়