শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ১২:৪৫ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পাঠাও চালকের মৃত্যু

সুজন কৈরী : [২] রাজধানীর বিমানবন্দর ফুটওভার ব্রিজের নিচে সড়ক দুর্ঘটনায় ইউসুফ মিয়া (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইউসুফ অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান পাঠাও চালক ছিলেন।

[৩] গুরুতর আহত অবস্থায় ইউসুফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৩টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৪] হাসপাতালে নিহতের বন্ধু শাহিন বলেন, রাজধানীর একটি কলেজ ইউসুফ উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। পড়ালেখার পাশাপাশি ঢাকায় ভাড়ায় মোটরসাইকেল চালাতো। রাতে উত্তরার বাসায় ফেরার সময় বিমানবন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় পেছন থেকে একটি বাস তার ওপর দিয়ে চলে যায়। তবে কোন গাড়ির নিচে চাপা পড়েছিলেন সেটা জানা যায়নি।

[৫] শাহিন আরও বলেন, ইউসুফ উত্তরার ৯ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের ১০ নম্বর বাসায় ভাড়া থাকতেন। তার বাড়ী ফরিদপুরের আলফাডাঙ্গার বড়বাগ গ্রামে। তার বাবার নাম আনসার আলী। কাশিয়ানী এমএ খালেক কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

[৬] বিমানবন্দর থানার এসআই মামুন জানান, রাতে বিমানবন্দর ওভারব্রিজের নিচে একটি বাইক এক্সিডেন্ট হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অজ্ঞাত ওই গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে। ইউসুফের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার পরিবারকে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়