শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২১, ০৮:২০ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২১, ০৮:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুপম দেব কানুনজ্ঞা: খালেদা জিয়ার চিকিৎসার্থে বিদেশ যাওয়া নিয়ে আলোচনা হচ্ছে দুটো ইস্যুতে, মেডিকেল ও আইনী

অনুপম দেব কানুনজ্ঞা: বেগম খালেদা জিয়ার চিকিৎসার্থে বিদেশ যাওয়া নিয়ে দুটো ইস্যুতে আলোচনা হচ্ছে৷ একটা মেডিকেল ইস্যু, অন্যটি আইনী৷

শুরুতেই বলে নেয়া ভালো, আমি চিকিৎসা বা আইন কোনোটিরই বিশেষজ্ঞ না৷ কমনসেন্স ও স্বল্প বুদ্ধি কাজে লাগিয়ে যতটুুকু বুঝতে পারছি, সেটিই আপনাদের সঙ্গে শেয়ার করছি৷ কারো যদি বিকল্প ব্যাখ্যা থাকে জানাবেন, আমি জানতে প্রচণ্ড আগ্রহী৷

বিএনপি মহাসচিব চিকিৎসকের বরাত দাবি করছেন, ‘‘চিকিৎসকেরা খুব পরিষ্কার করে বলেছেন, এখন তার যে চিকিৎসা দরকার সেটা দেশে নেই।’’ (সূত্র: ডয়চে ভেলে, ২৪.১১.২১)

অন্যদিকে, এই তথ্য চিকিৎসকেরা না দিয়ে কেন বিএনপির নেতাকর্মীরা দিচ্ছেন, এ নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরাও৷ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘‘বিএনপি নেতাদের বক্তব্যে মনে হচ্ছে.... তারা এখন ডাক্তারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তারাই বলছেন যে খালেদা জিয়ার জীবন মরণাপন্ন বা সংকটাপন্ন, এভারকেয়ার হাসপাতাল বা কোনো বিশেষজ্ঞ ডাক্তার কিছু বলেননি।’’ (সূত্র: প্রথম আলো, ২২.১১.২১)

এই বিষয়ে আইন কী বলে? চিকিৎসক কি চাইলেই রোগীর রোগ ও চিকিৎসা সংক্রান্ত তথ্য তার অনুমতি ছাড়া কাউকে বলতে পারেন? এর সহজ উত্তর হচ্ছে- না, পারেন না৷

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের Code of Professional Conduct Etiquette and Ethics- এ স্পষ্ট উল্লেখ রয়েছে, কেবল চিকিৎসকই নন, তার অধীনে কর্মরত স্টাফও যাতে এই গোপনীয়তার শর্ত মেনে চলেন, তা নিশ্চিত করতে হবে৷ এমনকি রোগীর মৃত্যুর পরও তার তথ্য সুরক্ষার শর্তটি বজায় রাখতে হবে৷
কিন্তু সব নিয়মের মতো এক্ষেত্রেও ব্যতিক্রম রয়েছে৷

2.4.4 Protect patients’ privacy and right to confidentiality, unless release of information is required by law or by public-interest consideration even after the death of the patient.

অর্থাৎ, আইনে বা জনস্বার্থে প্রয়োজন হলে এই তথ্য চিকিৎসক জানাতে পারবেন৷ ফলে, চিকিৎসক যদি খালেদা জিয়ার অনুমতি নিয়ে তার তথ্য সরকার বা অন্য কাউকে জানাতে চান, বা আদালত যদি চিকিৎসকের কাছে এই তথ্য জানতে চান, সেক্ষেত্রে আমি অন্তত কোনো বাধা দেখছি না৷
দ্বিতীয় ইস্যুটি আইনী৷

এক্ষেত্রেও খালেদা জিয়ার পরিবার সরকারের কাছে আবেদন জানিয়েছে তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়ার৷ কিন্তু সরকারের মন্ত্রীরা বলছেন, বিদেশ যেতে হলে কারাগারে ফিরে গিয়ে খালেদা জিয়াকে আবেদন করতে হবে৷

খালেদা জিয়াকে যেসব শর্তে ছয় মাসের সাজায় স্থগিতাদেশ ও মুক্তি দেয়া হয়েছিল, তার মধ্যে ছিল দেশে চিকিৎসা নেয়ার কথা৷ কিন্তু এরপর এই মেয়াদ যখন বাড়ানো হয়, সেটির আবেদনের জন্য তিনি কারাগারে ফিরে যাননি৷ ফলে এখন বিদেশে যাওয়ার আবেদন কেন কারাগারে গিয়েই করতে হবে, সেটা আমার বোধগম্য় হচ্ছে না৷ এই সুস্পষ্ট আইনী ব্যাখ্যা থাকলে জানাবেন৷

The Code of Criminal Procedure, 1898 এর ৪০১ ধারায় সরকারকে ব্যাপক ক্ষমতা দেয়া হয়েছে৷ ৪০১ এর ১ অনুযায়ী সরকার যেকোনো সাজাপ্রাপ্ত ব্যক্তির সাজা কমানো, স্থগিত বা মওকুফও করে দিতে পারে৷

৪০১ এর ৩ অনুযায়ী ‘সরকারের দৃষ্টিতে’ যদি মনে হয় সাজাপ্রাপ্ত ব্যক্তি স্থগিতের শর্ত মানেননি, তাহলে কোনো ওয়ারেন্ট ছাড়াই তাকে গ্রেপ্তার করে বাকি সাজা ভোগ করার জন্য কারাগারে পাঠানোর বিধান রয়েছে৷ কিন্তু সরকার যেহেতু এতদিনে তাকে গ্রেপ্তার করেনি, ধরেই নেয়া যায় খালেদা জিয়া কোনো শর্ত ভঙ্গ করেননি৷

৪০১ এর ২ অনুযায়ী, Whenever an application is made to the Government for the suspension or remission of a sentence, the Government, may require the presiding Judge of the Court before or by which the conviction was had or confirmed to state his opinion as to whether the application should be granted or refused, together with his reasons for such opinion and also to forward with the statement of such opinion a certified copy of the record of the trial or of such record thereof as exists.

এক্ষেত্রেও অহেতুক বিতর্ক এড়াতে সরকার চাইলে খালেদা জিয়ার পরিবারের করা অবেদন নিয়ে আদালতের সঙ্গে পরামর্শ করতে পারে৷ কোনো শর্ত তার বিদেশে চিকিৎসা নেয়ায় বাধা তৈরি করলে, সেটা দূর করতে কোনো আইনী সঙ্কট আছে কিনা, সেটিও আদালতই জানাতে পারেন৷

বিএমডিসির Code of Professional Conduct Etiquette and Ethics এবং বাংলাদেশের The Code of Criminal Procedure, 1898 এর লিংক থাকছে মন্তব্যের ঘরে৷ আপনারাও পড়ুন৷

আপাতদৃষ্টিতে পুরো ব্যাপারটাই রাজনৈতিক অনিচ্ছা বা সদিচ্ছার বিষয় বলেই মনে হচ্ছে৷ চিকিৎসা ও আইন বিষয়ে বিশেষজ্ঞ কারো কাছে যদি এর ভিন্ন ব্যাখ্যা থাকে, অবশ্যই জানাবেন, জানতে চাই৷
#অনুতর্ক

  • সর্বশেষ
  • জনপ্রিয়