শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২১, ০৬:৫৮ বিকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২১, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহালছড়িতে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হচ্ছেন ৩ নারী

মোবারক হোসেন, খাগড়াছড়ি: [২] খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মুবাছড়ি ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হচ্ছেন ৩ মহিলা প্রার্থী। বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত মহিলা প্রার্থীরা হলেন, ১ নং সংরক্ষিত আসনে (১,২ ও ৩ নং ওয়ার্ড) শ্যাংথুইমা মারমা, ২ নং সংরক্ষিত আসনে (৪,৫ ও ৬ নং ওয়ার্ড) কামনা চাকমা, ৩ নং সংরক্ষিত আসনে (৭,৮ ও ৯ নং ওয়ার্ড) সুষমা দেবী চাকমা।

[৩] মহালছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার সুসমিকা চাকমা জানান, মুবাছড়ি ইউনিয়নে সংরক্ষিত মহিলা ৩টি আসনে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। গত ১১ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ১ জন প্রার্থী তাঁর মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। ফলে ১, ২ ও ৩নং সংরক্ষিত আসনের বিপরীতে দ্বিতীয় কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় ৩ জন প্রার্থীকে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। মুবাছড়ি ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনের জন্য ভোট গ্রহণ হচ্ছে না।

[৪] মুবাছড়ি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৬ শত ৯৭ জন। পুরুষ ভোটার ২ হাজার ৮ শত ৬২ জন ও মহিলা ভোটার সংখ্যা ২ হাজার ৮ শত ৩৫ জন। আগামী রোববার ২৮ নভেম্বও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়