শিরোনাম
◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২১, ০১:৪৬ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২১, ০১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাব ট্রেনিং স্কুলে ফায়ারিং রেঞ্জে মাস্কেট্রি প্রশিক্ষণের সূচনা

সুজন কৈরী : [২]  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ট্রেনিং স্কুলে ফায়ারিং রেঞ্জে মাস্কেট্রি প্রশিক্ষণ কোর্সের সূচনা হয়েছে। র‌্যাব সদস্যদের পেশাগত দক্ষতার মান বৃদ্ধির লক্ষ্যে র‌্যাব ফোর্সেস ট্রেনিং স্কুলের সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার দুপুরে র‌্যাব ফোর্সেস ট্রেনিং স্কুলে ফায়ারিং রেঞ্জে মাস্কেট্রি কোর্সের সূচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন।
[৩] র‌্যাব ফোর্সেস ট্রেনিং স্কুলের কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব, এডিজি (অপারেশনস্), এডিজি (অ্যাডমিন), জিএমপি কমিশনার, জিএমপি’র অতিরিক্ত কমিশনার, র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের সকল পরিচালক, র‌্যাব ব্যাটালিয়নের অধিনায়ক, গাজীপুরের ডিসি ও এসপি।

[৪] র‌্যাব সদর দপ্তরের সার্বিক নির্দেশনায় এবং র‌্যাব ট্রেনিং স্কুলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত র‌্যাব ট্রেনিং স্কুলের ফায়ারিং রেঞ্জে মাস্কেট্রি সূচনা অনুষ্ঠানে রাইফেল ও পিস্তল ফায়ারিং এবং র‌্যাব স্পেশাল ফোর্সের প্রদর্শিত হাউজ ক্লিয়ারেন্স ড্রিল এবং জিম্মি উদ্ধার মহড়া অবলোকন করেন।

[৫] র‌্যাব ফোর্সেস ট্রেনিং স্কুল র‌্যাব সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সুষ্ঠু ও যুগোপযোগী প্রশিক্ষণ র‌্যাব সদস্যদের নিজ নিজ ব্যাটালিয়নে আভিযানিক ও অন্যান্য কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়