শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২১, ০১:১৮ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২১, ০১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উপকূলের বেড়িবাঁধ নির্মাণে ১১৭২ কোটি টাকার প্রকল্প পাস, দ্রুত কাজ শুরু করার তাগিদ

মনিরুল ইসলাম: [২] উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে এক হাজার ১৭২ কোটি ৩২ লাখ টাকার ‘খুলনা জেলার পোল্ডার নং- ১৪/১ পুনর্বাসন’ প্রকল্প একনেকে পাস হয়েছে। প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি পাস হয়। প্রকল্পটি পাস হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকূলীয় জনপ্রতিনিধি ও নাগরিক সমাজ। তারা দ্রুত প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরুর তাগিদ দিয়েছেন।

[৩] সূত্র জানায়, একনেক বৈঠকে পাস হওয়া ‘খুলনা জেলার পোল্ডার নং-১৪/১ পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে, এক হাজার ১৭২ কোটি ৩২ লাখ টাকা। যা খুলনা জেলার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ও উত্তর বেদকাশী ইউনিয়নে বাস্তবায়ন করা হবে। চলতি বছরেই প্রকল্পটির বাস্তবায়ন কাজ শুরু করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। যা ২০২৪ সালের জুনে শেষ হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের আওতায় দক্ষিণ বেতকাশি ইউনিয়ন ও উত্তর বেতকাশির (আংশিক) ৩১ দশমিক ৭৭ কিলোমিটার বাঁধ পুর্ননিমাণ করা হবে।

[৪] প্রকল্পটি অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকূলীয় জনপ্রতিনিধি ও নাগরিক ফোরামের আহ্বায়ক মীর মোস্তাক আহমেদ রবি এমপি, যুগ্ম আহ্বায়ক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু ও গ্লেরিয়া ঝর্ণা সরকার এবং সদস্য সচিব সচিব নিখিল চন্দ্র ভদ্র।

[৫] বুধবার এক বিবৃতিতে তারা বলেছেন, জনগণের আকাঙ্খাকে গুরুত্ব দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার টেকসই বেড়িবাঁধ সংস্কারের উদ্যোগ নিয়েছে। আমরা আশা করছি, চলতি শীত মৌসুমে প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু হবে। উপকূলের টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও জীবন-জীবিকা রক্ষায় সরকারের নেওয়া অন্যান্য প্রকল্পগুলো দ্রুত অনুমোদনের আহ্বান জানিয়েছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়