শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২১, ০২:৫২ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২১, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে ভুয়া এনআইডি তৈরির সময় গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক: চট্টগ্রামে জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও সংশোধন করে দেওয়ার সঙ্গে যুক্ত চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামের জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সোমবার (২২ নভেম্বর) দুজনকে আটক করে কোতোয়ালী থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে ওই দুজনের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার নগরীর পাহাড়তলী থেকে আরেকজনকে গ্রেফতার করা হয়। ঢাকা পোস্ট

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নেজামত উদ্দিন। গ্রেফতার তিনজন হলেন- মো. নূর হোসেন (৪৫), ইমতিয়াজ মাহমুদ (২৮) ও জহির উদ্দিন মামুন (৩৫)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, তারা ভুয়া জাতীয়তা সনদ ও জন্ম নিবন্ধন সরবরাহ করে টাকার বিনিময়ে জাতীয় পরিচয়পত্র তৈরিতে সহায়তা করতেন। গ্রেফতার তিনজন একটি চক্রের সদস্যরা। এই চক্র ২৫ থেকে ৩০ হাজার টাকার বিনিময়ে ভুয়া সনদ ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র পাইয়ে দিতে সহায়তা করত।

পুলিশ সূত্রে জানা গেছে, ইমতিয়াজ ও নুর হোসেন সোমবার বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে কয়েকজন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সংশোধন ও নিবন্ধনের জন্য তথ্য ফরমের সঙ্গে জাতীয়তা সনদ, জন্ম সনদ ও বিদ্যালয়ের প্রত্যয়ন জমা দেন। এগুলো দেখে নির্বাচন অফিসের কর্মকর্তাদের সন্দেহ হয়। এ সময় তাদের আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে তাদের আটক করে। তাদের দেওয়া তথ্যে মঙ্গলবার মামুনকে পাহাড়তলী থেকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল চন্দ্র দাশ বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ওসি নেজাম উদ্দীন বলেন, তাদের কাছ থেকে কয়েকটি নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদনের কাগজ পাওয়া গেছে। এগুলোর সঙ্গে জাতীয়তা, জন্ম সনদ ও বিদ্যালয়ের প্রত্যয়নপত্র পাওয়া গেছে। যার সবগুলোই জাল। চক্রটি কোনো রোহিঙ্গাকে পরিচয়পত্র সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করছেন কি-না তাও তদন্ত করে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়