শিরোনাম
◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের ◈ পাল্টা হামলার বিরুদ্ধে ইসরায়েলকে ইরানের কঠোর হুঁশিয়ারি 

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ০১:২০ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ০২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০০ কোটির বাজেটের ছবির সঙ্গে আমার এই ক্ষুদ্র প্রযোজনা টেক্কা দিতে পারবে না, বলেন হিরো আলম

ইমরুল শাহেদ: বাবুল রেজা পরিচালিত ‘টোকাই’ ছবিটির কাজ শেষ করেই মিউজিক ভিডিওর জন্য আলোচিত অভিনেতা হিরো আলম একইসঙ্গে দুটি ছবি প্রযোজনায় হাত দিয়েছেন। ছবি দুটি হলো ‘বউ জামাইয়ের লড়াই’ ও ‘নষ্ট হওয়ার কষ্ট’। এ দুটি ছবির একটি নির্মাণ করছেন বাবুল রেজা এবং আরেকটি নির্মাণ করছেন রাজু চৌধুরী। হিরো আলম জানান, তিনি বর্তমানে বাবুল রেজাকে নিয়ে ‘বউ জামাইয়ের লড়াই’ ছবিটির কাজ করছেন।

হিরো আলমের নতুন ছবিতে অভিনয় করছেন চিত্রনায়িকা মুনমুন ও সাদিয়া। হিরো আলম বলেন, ' আপনারা জানেন, আমাকে একটি চলচ্চিত্রে নিয়েও বাদ দেওয়া হয়েছে। কিন্তু আমি থেমে থাকি না, এটা দেখিয়ে দিয়েছি। আবার দেখাব ইনশাল্লাহ। ১০০ কোটির বাজেটের ছবির সঙ্গে আমার এই ক্ষুদ্র প্রযোজনা টেক্কা দিতে পারবে না- এটা ধরেই নিয়েছি। তার পরেও বলব, আমি এগিয়ে যেতে চাই। মুনমুন আপুকে নিয়ে এই ছবিটি করতেছি। ছবিতে পুরুষের ওপর নির্যাতনের চিত্র ফুটে উঠবে। এই বিষয় নিয়ে কেউ কথা বলে না, সবাই চুপচাপ থাকে। তাই আমি চেষ্টা করছি।'

চলচ্চিত্রে বাদ প্রসঙ্গে হিরো আলম বলেন, চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সংবাদ সম্মেলনে আমাকে ডাকা হয়। সেখানে আমি সবার অনুরোধে কিছু কথা বলি। আমাকে বলা হলো জায়েদ খান ভাইয়ের সঙ্গে ক'দিন আগের দ্বন্দ্ব নিয়ে। আমি তেমন কিছু বলিনি। আমি শুধু বলেছি, আমি চলচ্চিত্রে কাজ করি; কিন্তু জায়েদ ভাই আমাকে চেনে না বলেছেন, এতে আমার দুঃখ লেগেছে।

এটা শেষ করেই ২৮ তারিখ থেকে রাজু চৌধুরীর ‘নষ্ট হওয়ার কষ্ট’ শুরু করবেন। দুটি ছবিরই শুটিং হচ্ছে ডিপজলের ফাইম ষ্টুডিওতে। কিন্তু যে ছবিটি শেষ করে রেখেছেন সেটি মুক্তি দেবেন কবে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘সবে সিনেমা হল খুলেছে। ডিসেম্বরে বড় বাজেটের ছবিগুলো মুক্তি পেতে শুরু করবে। তখন দর্শক সিনেমা হলে ফিরবে বলে আশা করি। তখন আমি টোকাই ছবিটি মুক্তি দেব। দরকার হলে আমি নতুন বছরের জানুয়ারি মাসে চলে যাব।’ তিনি বলেন, ‘আমরা সবাই সিনেমা হলে গিয়ে ছবি দেখতে চাই।’

‘বউ জামাইয়ের লড়াই’ ছবিতে অভিনয় করছেন এক সময়ের আলোচিত ও বিতর্কিত চিত্রনায়িকা মুনমুন। এতে তাকে দেখা যাবে নায়িকার বোনের চরিত্রে। মুনমুনকে নিয়ে হিরো আলম বলেন, ‘মুনমুন আপা অনেক সিনিয়র একজন শিল্পী। তার মতো একজন শিল্পী আমার অভিনয়ের প্রশংসা করেছেন; এটা আমার জন্য অনেক বড় আনন্দের।’ তিনি আরও বলেন, ‘শুটিং করার পর আপা আমাকে বললেন-আগে আপনার সম্পর্কে অন্যরকম কিছু শুনেছিলাম। দূর থেকে মানুষ অনেক কিছুই বলে, কিন্তু আপনি তো অভিনয়ে অনেক মনোযোগী। আপার কথাগুলো ভালো লেগেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়