শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ১১:১৭ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ১১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষিবিদ আমিনুল ইসলাম বাবু: পেঁপের কেজি ১০ টাকা!

কৃষিবিদ আমিনুল ইসলাম বাবু: বাসার নীচে ভ্যানে করে পেঁপে বিক্রি হচ্ছে। বিক্রেতা জোরে জোরে দাম হাঁকছেন পেঁপে লন দশ টাকা কেজি, দশ টাকা। আমি বারান্দায় দাঁড়িয়ে দেখছি। বেশ লোকজন জমে গেছে। কাড়াকাড়ি করে কিনছে সবাই। সাধারণত কাচা পেঁপে ২০-২৫ টাকার কমে পাওয়া যায় না। আর আজ বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকায়? ভাবছি, যে পেঁপে আমার বাসার সামনে ১০ টাকা কেজি বিক্রি হচ্ছে সেই পেঁপে উৎপাদনকারী কৃষক কতো বিক্রি করেছিলো? কৃষক কতো পেলো?

এই পেঁপে নিশ্চয়ই কোন এক গ্রামে চাষ করা হয়েছে। এরপর হারভেষ্ট করে পরিবহন খরচ দিয়ে স্থানীয় হাট-বাজারে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে কোন পাইকারের হাত হয়ে চলে গেছে স্থানীয় আড়তে। এরপর সেখান থেকে পরিবহনে চলে গেছে ঢাকার আড়তে। ঢাকার আড়ত থেকে কিনে গাড়ি ভাড়া দিয়ে বিক্রির জন্য এনেছেন এই খুচরা ব্যাবসায়ী বা ভ্যানওয়ালা।

প্রশ্নটা হচ্ছে-এতো ঘাট পেরিয়ে যে পেঁপেটা মাত্র ১০ টাকা কেজিতে আমাদের হাতের নাগালে চলে এলো সেই পেঁপের উৎপাদন খরচ কতো? কৃষক এই পেঁপে চাষ করে কতটুকু লাভবান হতে পারলো? কৃষক যদি লাভবান হতে না পারেন তাহলে তিনি কি চাষবাস কন্টিনিউ করবেন? আসলে কৃষকদের পক্ষে কথা বলার তো কেউ নেই। কৃষক মাথার ঘাম পায়ে ফেলে দিনের পর দিন পরিশ্রম করে আমাদেরকে যে খাদ্য যোগান দিয়ে যাচ্ছেন তাদের প্রতি আমাদের কি কোন দায়বদ্ধতা নেই? সম্প্রতি ভারতের কৃষকদের একটি সফল আন্দোলন আমরা দেখলাম।

কৃষকদের দাবির মুখে মোদি সরকার বিতর্কিত কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমাদের দেশের কৃষকরা কি তাদের ন্যায্য দাবী নিয়ে মাঠে নামতে পারবে? পারবে না। কারণ প্রকৃতপক্ষে কৃষকদের পক্ষে, কৃষকদের সাথে থাকার মতো কেউ নেই। আমরা শুধু কৃষিপণ্য গুলো খুব সস্তায় কিনতে চাই। কিন্তু এতে করে কৃষকের যে বারোটা বেজে যাচ্ছে - সে খবর আমরা কতটা রাখি বা রাখতে চাই? Aminul Islam Babu ‘র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়