শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ০৭:২৭ বিকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ০৭:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে পরিবহনশ্রমিকদের কর্মবিরতিতে ভোগান্তিতে যাত্রীরা

সাজিয়া আক্তার: [২] সিলেট বিভাগে পরিবহনশ্রমিকেরা কর্মবিরতির ডাক দিলেও তারা মোড়ে মোড়ে দাঁড়িয়ে সড়ক অবরোধ করছেন। পরিবহনশ্রমিকেরা সিলেটের প্রবেশমুখগুলোতে অবস্থান নিয়ে ট্রাক রেখে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি বা আটকে দিচ্ছেন। এতে রেহাই দেওয়া হচ্ছে না ব্যক্তিগত, প্রতিষ্ঠান বা খাদ্যপরিবহন করা যানবাহনও। প্রথম আলো

[৩] সোমবার সকাল ছয়টা থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে পাঁচ দফা দাবিতে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহনশ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। এতে ভোগান্তিসহ বিড়ম্বনায় পড়েছেন জরুরি কাজে বের হওয়া মানুষজন। আজ এসএসসি পরীক্ষায় থাকায় বেশি ভোগান্তির শিকার হয়েছে পরীক্ষার্থীরা। সে সঙ্গে দূরপাল্লার যাত্রী এবং পেশাগত কাজে বের হওয়া মানুষজনের বেশি ভোগান্তির শিকার হতে হয়েছে।

[৪] ধর্মঘট চলাকালে সোমবার সকাল থেকে সিলেটের হুমায়ূন রশীদ চত্বর, চণ্ডীপুল, কুমারগাঁও, টিলাগড়সহ বিভিন্ন মোড়ে পরিবহনশ্রমিকদের অবস্থান নিয়ে সিএনজিচালিত অটোরিকশা থেকে শুরু করে সব ধরনের যানবাহন আটকাতে দেখা গেছে।

[৫] বেলা ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও তেমুখী মোড়ে সড়কে ট্রাক এলোপাতাড়িভাবে রেখে অবরোধ করে রাখেন শ্রমিকেরা। এতে সড়কে ব্যক্তিগত যানবাহন চলাচল থেকে শুরু করে মোটরসাইকেল আরোহীদেরও ভোগান্তি পোহাতে হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাকটি সরিয়ে নেন পরিবহনশ্রমিকেরা।

[৬] দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বর এলাকায় প্রায় ১৫-১৮ জন পরিবহনশ্রমিকের অবস্থান করতে দেখা গেছে। এ সময় তাঁদের সড়কে চলাচল করা ব্যক্তিগত যানবাহন আটকাতে দেখা গেছে। অনেক সময় চালক ও যাত্রীর সঙ্গেও কথা–কাটাকাটির ঘটনা ঘটছে। ট্রাক ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাইক্রোবাসচালককে আটকে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখতে দেখা গেছে পরিবহনশ্রমিকদের। দুপুর সাড়ে ১২টা থেকে আধা ঘণ্টা সড়কের পাশে দাঁড়িয়ে থাকার পর বেসরকারি প্রতিষ্ঠানের চালক চলে যেতে চাইলে তাঁর সঙ্গে ধর্মঘট সফল করতে সড়কে দাঁড়িয়ে থাকা পরিবহনশ্রমিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা করতে দেখা গেছে।

[৭] সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ বলেন, ‘পরিবহনশ্রমিকদের ধর্মঘটে মহানগর এলাকায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এ জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া টহল দলও মাঠে রয়েছে। পরিবহনশ্রমিকদের সড়কে প্রতিবন্ধকতা তৈরি করতে নিষেধ করা হয়েছে। কোথাও প্রতিবন্ধকতা তৈরি করলে আমরা সেখানে গিয়ে সেটি সরিয়ে দিচ্ছি।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়