শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ০৬:৫৭ বিকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ০৬:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের দাবি

ওবায়দুল হক: [২] সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই স্থানীয় একটি হোটেলে গত রোববার ২১ নভেম্বর চট্টগ্রাম বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানান, আমিরাত চট্টগ্রাম প্রবাসীরা।

[৩] সাংবাদিক ওবায়দুল হক মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত বঙ্গমাতা কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল হক । এতে আরো উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ মুক্তিয়ার মুক্ত, এডভোকেট এহসানুল হক সাগর, আনিসুল হক অন্তর, হাসান, বোরহান, মহিবুল্লা, সাহেদ, জুয়েল, কায়েস সহ আরো অনেকে।

[৪] বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ রাষ্ট্র আরব আমীরাতসহ কয়েকটি দেশে বিমানে উঠার আগে করোনা শনাক্তে অ্যান্টিজেন টেস্ট করা যাত্রীদের জন্য বাধ্যতামূলক করে গত আগস্ট মাসে। আরব আমীরাতসহ কয়েকটি দেশ যাত্রীদের ফেরত পাঠানোর ঘোষণাও দেয়। এতে চরম বিপাকে পড়ে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। তবে দ্রুততার সাথে সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ ছাড়া অধিকাংশ ভুক্তভোগী দেশ তাদের বিমান বন্দরে পিসিআর ল্যাব স্থাপন করে সংকটের সমাধান করলেও বাংলাদেশে শেষপর্যন্ত প্রবাসীদের আন্দোলন করে আদায় করতে হয়েছে বন্দরে ল্যাব স্থাপনের সিদ্ধান্তটি।

[৬] গত ৬ সেপ্টেম্বর ২০২১ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের সভায় দেশের প্রধান তিনটি আন্তর্জাতিক বিমান বন্দর ঢাকা হজরত শাহ জালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দর, চট্টগ্রামে হজরত শাহ আমানত (রহ.) আন্তর্জাতিক বিমান ও সিলেটে বন্দর ও আন্তর্জাতিক বিমান বন্দরে পিসিআর ল্যাব স্থাপনের সিদ্ধান্ত হয়।

[৭] প্রধানমন্ত্রী শের লেটে জেনারেল ওসমানি হাসিনা দ্রুততার সাথে ল্যাব স্থাপনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের চারদিনের মধ্যে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে ল্যাব স্থাপন করা হলেও চট্টগ্রাম ও সিলেটে এখনও ল্যাব স্থাপন করা হয়নি। এখনও চট্টগ্রামের প্রবাসীদের ব্যানার নিয়ে পিসিআর ল্যাব স্থাপনের জানাতে রাস্তায় নামতে হচ্ছে। চট্টগ্রামের প্রতি সামান্য এ ল্যাব স্থাপন নিয়ে যে বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক ও হতাশার।

[৮] সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের বিশাল একটি অংশ চট্টগ্রামের। যাদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে গতিশীল করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়