শিরোনাম
◈ তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের যে বার্তা দিলেন ◈ বিমানবন্দরে জাপানি অপারেটর অনিশ্চিত, চট্টগ্রাম বন্দরে বিদেশী হাতে টার্মিনাল দেওয়ার প্রস্তুতি ◈ সময় থাকতে ইসরায়েলের বিপজ্জনক প্রবণতা রুখে দিন: আরবদের প্রতি বিশ্লেষকের সতর্কবার্তা ◈ ফেব্রুয়া‌রির নির্বাচনে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা নিয়ে নানা আলোচনা যে কারণে ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ম্যানচেস্টার সি‌টি‌কে হারা‌লো  অ্যাস্টন ভিলা ◈ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরু হ‌চ্ছে আজ সন্ধ‌্যায়  ◈ সোমবার বিকা‌লে থাইল্যান্ডের মু‌খোমু‌খি হ‌বে  বাংলাদেশ নারী দল ◈ অবশেষে বেনাপোল-পেট্রাপোল বাণিজ্য স্বাভাবিক, ট্রাক চলাচলে নতুন সময়সীমা নির্ধারণ ◈ মূলধন ঘাটতির দুঃস্বপ্নে ব্যাংক খাত, আমানতকারীরা সবচেয়ে ঝুঁকিতে ◈ জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথে অগ্রসর হওয়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ০৬:৪৪ বিকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে এক নবজাতকে হত্যার অভিযোগ

রেদওয়ানুল হক: [২] ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ঘনিমশেষপুর গ্রামের এরশাদুল ইসলাম তার ৬মাসের নবজাতককে হত্যার অভিযোগ তুলেছেন গাইনী ডাক্তার ও আল্ট্রাসনোগ্রামের রিপোর্ট’র প্রতিবেদকের বিরুদ্ধে। সোমবার (২২ নভেম্বর) নবজাতকের পিতা ও মাতা এই অভিযোগ তুলেন।

[৩] জানা যায়, গত ১৭ নভেম্বর এরশাদুল দম্পতি চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের গাইনী ডাক্তার ফারহানা রহমান মিতুর কাছে আসলে সন্তান পেটে থাকা অবস্থায় তিনি রোগীকে দেখার পর আল্ট্রাসনোগ্রামের পরামর্শ দেন। পরামর্শ অনুযায়ী সেদিনই হাসান এক্স-রে ক্লিনিক এন্ড প্যাথলজিতে আল্ট্রাসনোগ্রাম করেন। এবং ডাক্তার বলেন নবজাতেকর একটি হাত ও একটি পা নেই।

[৪] রিপোর্টটি তাৎপর্যপূর্ণ না হওয়ায় পূনরায় দেশ এক্স-রে ক্লিনিক এন্ড প্যাথলজিতে ডা. সোনার মাধ্যমে আল্ট্রাসনোগ্রামের পরামর্শ দেন। পুনরায় আল্ট্রাসনোগ্রাম করানো হয়। আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট পাওয়ার পর ডা: ফারহানা বলেন সন্তানটি প্রতিবন্ধী তাই বাচ্চাটি এ্যাবোশন করাই ভালো। পরামর্শ মোতাবেক ওই প্রসূতিকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু আজ সকালে সেই সন্তান জন্মের পর দেখা যায় তার হাত-পা সব কিছুই রয়েছে।

[৫] এরশাদুল ও তার স্ত্রী অভিযোগ করে বলেন, ভুল চিকিৎসায় আমার ৬ মাসের পেটের সন্তানকে হারালাম। আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট অনুযায়ী আমার সন্তানের হাত-পা নাই। কিন্তু জন্মের পর দেখলাম তার হাত-পা সব কিছুই আছে। ডাক্তার আমার ভুল চিকিৎসা দিয়েছে।

[৬] আমরা আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট টা ভালো করে দেখতে বলায় ডাক্তার আমাদের সাথে দূরব্যবহার করেন। আমরা গরিব বলে যা তা ভাষায় কথা বলে। এতে আমরা অনেক বড় ক্ষতিগ্রস্থ হলাম।

[৭] আল্ট্রাসনোগ্রাম ডাক্তার সোহেল সরকার বলেন, রিপোর্টে ত্রুটি থাকায় ওই দম্পত্তিকে অ্যানোমালি স্ক্যান করার জন্য পরামর্শ দেওয়া হয়।

[৮] ডাক্তার মিরাজুল ইসলাম সোনা বলেন, রিপোর্ট এ বাচ্চার হাত-পা গুলো ছোট দেখাচ্ছিল, তারা বললে তো হবে না স্বাভাবিক? রিপোর্টটা দেখতে হবে। তবে আমারও ভুল হতে পারে।

[৯] ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের গাইনী ডাক্তার ফারহানা রহমান মিতু বলেন, বাচ্চাটার এ্যালামনিয়া, জন্মগত সমস্যা আছে। রিপোর্টে বলেছে ওই বাচ্চার বয়স ৬মাস, সে অনুযায়ী তার হাত-পা গুলো বৃদ্ধি হয়নি। ওই দম্পত্তির অনুমতি নিয়ে সব কিছু করা হয়েছে।

[১০] আইনজীবী আবু তোরাব মানিক বলেন, সন্তান প্রতিবন্ধী হলেও হত্যার অনুমতি আইনে দেয়নি। যদি এটা করে থাকে তাহলে সেটা অপরাধ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়