শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ০৫:২৭ বিকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান

শাহাদাত হোসেন: [২] চট্টগ্রাম-রাঙামাটি সড়কের মুন্সিরঘাটা এলাকায় কাগজপত্রবিহীন ও অবৈধ মোটরসাইকেলে চালকদের বিরুদ্ধে অভিযান শুরু করছেন রাউজান থানা পুলিশ। এসআই মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন ট্রাফিক সার্জেন্ট ও থানা পুলিশ।

[৩] এসময় অবৈধ মোটর সাইকেল ও কাগজপত্রবিহীন গাড়ি পর্যবেক্ষণ এবং প্রাথমিক ভাবে সতর্কতা প্রদান করা হয়েছে।এসময় মোটরসাইকেল চালকদের থামিয়ে তাদের কাগজ পত্র যাচাই করেন। অভিযানের সময় আটক হওয়া মোটরসাইকেল গুলোর কাগজপত্র সঠিক পেয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

[৪] অভিযানের সময় সাথে কাগজপত্র না থাকায় ৫টি মোটরসাইকেল থানায় নিয়ে যান পুলিশ। পরে আটক ঐ গাড়ির মালিকারা বাসা থেকে কাগজপত্র নিয়ে গেলে গাড়ি গুলো ফেরত দেয়া হয়।

[৫] এ বিষয়ে রাউজান থানার এসআই মো. শাহাদাত হোসেন বলেন, অবৈধ মোটরসাইকেল রোধে আমাদের এই অভিযান শুরু হয়েছে। নিরাপদ সড়ক গড়তে আমাদের এই অভিযান পরিচালিত হয়েছে। এবং যারা গাড়ির ট্যাক্স ফাঁকি দিচ্ছে তাদের আইনের আওতায় আনার জন্য এই অভিযান চলছে। এটি আমাদের প্রাথমিক একটি সতর্কতামূলক অভিযান পরিচালিত হয়েছে। সবার কাগজপত্র সঠিক থাকায় আমরা কারো বিরুদ্ধে মামলা দিতে পারিনি। আগামীতে আমাদের আরও জোরদার অভিযান চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়