শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ১২:২৪ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ০৩:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অতীতে হঠকারিতার জন্য আমাদের অনেক মূল্য দিতে হয়েছে: মির্জা ফখরুল

শিমুল মাহমুদ: [২] নেতাকর্মীদের উদ্দেশ্য করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন হঠকারিতা করবেন না। অতীতে হঠকারীতার জন্য আমাদের অনেক মূল্য দিতে হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আমাদের দেশনেত্রীকে মুক্ত করবো।

[৩] সোমবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

[৪] তিনি বলেন, আজকে এই সমাবেশ প্রমাণ করেছে এই সরকার ভয়ংকর ভাবে আমাদের গণতন্ত্রের সমস্ত অধিকার কেড়ে নিচ্ছে। আমাদের সবাবেশের জায়গা দেয়া হয় না। সমস্ত জায়গা কেড়ে নেয়া হয়েছে।

[৫] মির্জা ফখরুল বলেন, বক্তব্য দেওয়ার কোন অবকাশ নেই। এই সরকার সবদিক থেকে ব্যর্থ হয়েছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। আমাদের সামনে এখন আর কোন পথ নেই। একটি মাত্র পথ আছে সেটি হলো আন্দােলন, আন্দােলন এবং আন্দোলন।

[৬] সমাবেশে নতুন করে কর্মসূচির ঘোষণা দিয়ে বিএনপির মহাসচিব বলেন, খালেদা জিয়া মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ২৪ নভেম্বর সারাদেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিবে বিএনপি। এতে যদি মুক্তি না হয় তাহলে আরও কঠোর থেকে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

[৭] এ সময় খালেদা জিয়ার মুক্তির দাবিতে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির ঢাকা দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ আরও অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়