শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ০৯:৫১ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাটোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

হ্যাপি আক্তার: [২] নাটোরের সিংড়ায় ইটবাহী ট্রাক্টরের সঙ্গে লাশবাহী অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে অন্তত ৫ জন। ডিবিসি নিউজ, বাংলানিউজ২৪

[৩] সোমবার (২২ নভেম্বর) সকালে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল এলাকায় আইসিটি পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

[৪] নিহত মো. রনি (২৪) উপজেলার নিংগইন ভাটপাড়া গ্রামের মো. হেলাল মোল্লার ছেলে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৫] হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মো. রেজওয়ানুল ইসলাম জানান, সকালে বগুড়া থেকে একটি মরদহ নিয়ে স্বজনরা অ্যাম্বুলেন্সে করে পাবনার ঈশ্বরদী যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল এলাকায় পৌঁছালে আইসিটি পার্কের সামনে বিপরীত দিক থেকে আসা সিংড়াগামী একটি ইটবাহী ট্রাক্টর ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রনি মারা যান। আর অ্যাম্বুলেন্স চালকসহ অ্যাম্বুলেন্সে থাকা ৫ জন যাত্রী আহত হন।

[৬] তিনি আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে এবং আহতদের উদ্ধার করে একই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়