শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ০৪:৪৫ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ০৪:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কালীগঞ্জ

বিল্লাল হোসেন : [২] গাজীপুরের কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ(আর.আর.এন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শারীরিক প্রতিবন্ধী সহকারী শিক্ষক হাফিজুল্লাহর (৩৮) বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও স্মারকলিপি কর্মসূচি পালন করা হয়েছে।

[৩] রোববার (২১ নভেম্বর) দুপুরে আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে উপজেলার শহীদ ময়েজউদ্দিন সড়কের বিক্ষোভ মিছিল করেন। পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।

[৪] এ সময় বক্তরা, সহকারী শিক্ষক হাফিজুল্লাহর বিরুদ্ধে আনীত মিথ্যা মামলা প্রত্যাহার, পুলিশী হয়রানির এবং অনতিবিলম্বে ওই শিক্ষককে লাঞ্ছিত ও নির্যাতনকারীদের আইনের আওতায় আনার জোড় দাবি জানান। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহন না করা হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন ওই স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এ সময় শিক্ষককে লাঞ্ছিত ও নির্যাতনকারীদেরকে কালীগঞ্জের মাটিতে অবাঞ্চিত করার ঘোষণাও দেন তারা। প্রতিবাদ সভা শেষে তারা ৭ দফা দাবিকে ইউএনও শিবলী সাদিকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

[৫] উল্লেখ্য, গাজীপুরের কালীগঞ্জে প্রতিবন্ধী শিক্ষকের ছোট ভাই আমানউল্লাহ’র সাথে আওলাদ মোল্লার ভাতিজী ও বাতেন মোল্লার ছোট বোনের সাথে অবৈধ সম্পর্কের কথা তুলে এনে থানায় অভিযোগ করে ওই প্রভাবশালী মহল। পরে অভিযোগের প্রেক্ষিতে ওই প্রভাবশালী মহল প্রতিবন্ধী শিক্ষক হাফিজুল্লাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। আর বিষয়টি নিয়ে ভূক্তভোগী ওই শিক্ষক গাজীপুর জেলা পুলিশ সুপারের কাছে ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন।

[৬] পরে গণমাধ্যমকর্মীরা নির্যাতনের শিকার ওই শিক্ষকের নিয়ে প্রতিবেদন করেন। ওই ঘটনায় থানায় মামলা না নেওয়ায় শিক্ষককে ২ নম্বর আসামি করে আদালতে ধর্ষণ মামলা দায়ে করা হয়। বর্তমানের প্রভাবশালী ওই মহল মিথ্যা মামলাসহ নানাভাবে হয়রানী করছেন। এরই প্রতিবাদে আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও স্মারকলিপি কর্মসূচি পালন করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়