শিরোনাম
◈ তফশিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব ◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ সাম‌নে হ‌বে ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং'

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ০১:১৫ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোজগার বেড়ে যাওয়ায় ভারতীয়রা বাংলাদেশে যাচ্ছে: ফিরহাদ হাকিম

রাশিদুল ইসলাম : [২] ভারতের পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী ও তৃণমূলের সিনিয়র নেতা ফিরহাদ হাকিম বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘ওরা বলে বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশকারীরা আসছে। কিন্তু এখন বিষয়টি উল্টো হয়ে গেছে কারণ এখানকার থেকে বাংলাদেশের রোজগার বেড়ে গেছে, ‘জিডিপি’ বেড়ে গেছে। সেজন্য ভারতবর্ষ থেকে মানুষ কাজের জন্য বাংলাদেশে যাচ্ছে। বাংলাদেশ থেকে মানুষ ভারতবর্ষে আসছে না।’পারসটুডে

[৩] বিজেপিশাসিত ত্রিপুরায় নগরপঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে তিনি শনিবার তৃণমূলের এক সমাবেশে ওই মন্তব্য করেন।

[৪] ফিরহাদ হাকিম কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, ‘মোদি সরকার ভারতবর্ষকে তলানিতে নিয়ে গেছে। যারা এখনও জয় শ্রীরাম স্লোগানে বিশ্বাস করেন, যারা ভাবেন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলছি আর ওটা হল হিন্দুর পার্টি। কিন্তু না ভাই, ওটা হিন্দুরও নয়, মুসলিমেরও পার্টি নয়, ওটা মানুষ মারার পার্টি। মানুষকে ঠেসে দেওয়ার পার্টি। ওটা দেশকে বিক্রি করে দেওয়ার পার্টি।

[৫] তিনি বলেন, সেই পার্টি হচ্ছে বিজেপি পার্টি। ‘ভারতীয় জুমলা পার্টি’, শুধু মিথ্যে কথা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে এই বিপ্লব দেব (মুখ্যমন্ত্রী, ত্রিপুরা) এই পুরোটাই হচ্ছে ‘জুমলা’ অর্থাৎ মানুষকে মিথ্যা কথা বলে যাচ্ছে।’

[৬] ফিরহাদ আরো বলেন, বাংলায় সাম্প্রদায়িক উসকানি দিয়ে হিন্দু-মুসলিমকে বিভক্ত করে বাংলায় বিজেপি বাংলা দখল করতে চেয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়