শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ০১:১৫ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোজগার বেড়ে যাওয়ায় ভারতীয়রা বাংলাদেশে যাচ্ছে: ফিরহাদ হাকিম

রাশিদুল ইসলাম : [২] ভারতের পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী ও তৃণমূলের সিনিয়র নেতা ফিরহাদ হাকিম বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘ওরা বলে বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশকারীরা আসছে। কিন্তু এখন বিষয়টি উল্টো হয়ে গেছে কারণ এখানকার থেকে বাংলাদেশের রোজগার বেড়ে গেছে, ‘জিডিপি’ বেড়ে গেছে। সেজন্য ভারতবর্ষ থেকে মানুষ কাজের জন্য বাংলাদেশে যাচ্ছে। বাংলাদেশ থেকে মানুষ ভারতবর্ষে আসছে না।’পারসটুডে

[৩] বিজেপিশাসিত ত্রিপুরায় নগরপঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে তিনি শনিবার তৃণমূলের এক সমাবেশে ওই মন্তব্য করেন।

[৪] ফিরহাদ হাকিম কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, ‘মোদি সরকার ভারতবর্ষকে তলানিতে নিয়ে গেছে। যারা এখনও জয় শ্রীরাম স্লোগানে বিশ্বাস করেন, যারা ভাবেন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলছি আর ওটা হল হিন্দুর পার্টি। কিন্তু না ভাই, ওটা হিন্দুরও নয়, মুসলিমেরও পার্টি নয়, ওটা মানুষ মারার পার্টি। মানুষকে ঠেসে দেওয়ার পার্টি। ওটা দেশকে বিক্রি করে দেওয়ার পার্টি।

[৫] তিনি বলেন, সেই পার্টি হচ্ছে বিজেপি পার্টি। ‘ভারতীয় জুমলা পার্টি’, শুধু মিথ্যে কথা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে এই বিপ্লব দেব (মুখ্যমন্ত্রী, ত্রিপুরা) এই পুরোটাই হচ্ছে ‘জুমলা’ অর্থাৎ মানুষকে মিথ্যা কথা বলে যাচ্ছে।’

[৬] ফিরহাদ আরো বলেন, বাংলায় সাম্প্রদায়িক উসকানি দিয়ে হিন্দু-মুসলিমকে বিভক্ত করে বাংলায় বিজেপি বাংলা দখল করতে চেয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়