শিরোনাম
◈ সরকার অনুগত সৈন্যরা ঠেকিয়ে দিয়েছে আফ্রিকার দেশ বেনিনে অভ্যুত্থান চেষ্টা ◈ নারী সহকর্মীকে অশ্লীল ভিডিও পাঠানোর অভিযোগে ডিআইজি আবু সুফিয়ান তদন্তের মুখে, পদ থেকে সরিয়ে সদর দপ্তরে স্থাপন ◈ নতুন নেশাসিরাপের সয়লাব: নির্বাচনের ব্যস্ততায় বড় চালান ঢোকানোর টার্গেটে ভারতীয় মাদককারবারিরা ◈ খালেদা জিয়ার সিটিস্ক্যান ও ই‌সি‌জি রি‌পো‌র্ট প‌জে‌টিভ, স্বজন‌দের স‌ঙ্গে কথা বলার চেষ্টা কর‌ছেন ◈ ২০০৬ সা‌লের পর নিজের মা‌ঠেই ‌সেল্টা ভি‌গোর কা‌ছে হার‌লো রিয়াল মা‌দ্রিদ‌  ◈ ‌রিয়াল মা‌দ্রিদে রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি এমবা‌প্পের সাম‌নে ◈ ভরিতে ১,০৫০ টাকা কমল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর আজ থেকে ◈ কোটিপতির সংখ্যা প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক ◈ নির্বাচন ঘনিয়ে আসছে, তফসিল ঘোষণার আগে দেশে রাজনৈতিক অস্থিরতা ◈ ব্যাংক খাতে কোটিপতি হিসাব বৃদ্ধি; তিন মাসে যুক্ত হলো আরও ৭৩৪টি হিসাব

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ০১:১৫ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোজগার বেড়ে যাওয়ায় ভারতীয়রা বাংলাদেশে যাচ্ছে: ফিরহাদ হাকিম

রাশিদুল ইসলাম : [২] ভারতের পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী ও তৃণমূলের সিনিয়র নেতা ফিরহাদ হাকিম বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘ওরা বলে বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশকারীরা আসছে। কিন্তু এখন বিষয়টি উল্টো হয়ে গেছে কারণ এখানকার থেকে বাংলাদেশের রোজগার বেড়ে গেছে, ‘জিডিপি’ বেড়ে গেছে। সেজন্য ভারতবর্ষ থেকে মানুষ কাজের জন্য বাংলাদেশে যাচ্ছে। বাংলাদেশ থেকে মানুষ ভারতবর্ষে আসছে না।’পারসটুডে

[৩] বিজেপিশাসিত ত্রিপুরায় নগরপঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে তিনি শনিবার তৃণমূলের এক সমাবেশে ওই মন্তব্য করেন।

[৪] ফিরহাদ হাকিম কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, ‘মোদি সরকার ভারতবর্ষকে তলানিতে নিয়ে গেছে। যারা এখনও জয় শ্রীরাম স্লোগানে বিশ্বাস করেন, যারা ভাবেন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলছি আর ওটা হল হিন্দুর পার্টি। কিন্তু না ভাই, ওটা হিন্দুরও নয়, মুসলিমেরও পার্টি নয়, ওটা মানুষ মারার পার্টি। মানুষকে ঠেসে দেওয়ার পার্টি। ওটা দেশকে বিক্রি করে দেওয়ার পার্টি।

[৫] তিনি বলেন, সেই পার্টি হচ্ছে বিজেপি পার্টি। ‘ভারতীয় জুমলা পার্টি’, শুধু মিথ্যে কথা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে এই বিপ্লব দেব (মুখ্যমন্ত্রী, ত্রিপুরা) এই পুরোটাই হচ্ছে ‘জুমলা’ অর্থাৎ মানুষকে মিথ্যা কথা বলে যাচ্ছে।’

[৬] ফিরহাদ আরো বলেন, বাংলায় সাম্প্রদায়িক উসকানি দিয়ে হিন্দু-মুসলিমকে বিভক্ত করে বাংলায় বিজেপি বাংলা দখল করতে চেয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়