শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ০৩:০০ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌকার বাইরে যারা ভোট দিতে চান তাদের কেন্দ্রে যাওয়ার দরকার নেই: নির্বাচনী সভায় দিলু পাটোয়ারী

ইত্তেফাক: বাঘারপাড়ার উপজেলার জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দিলু পাটোয়ারী বলেছেন, নৌকার বাইরে যারা ভোট দিতে চান তাদের কেন্দ্রে যাওয়ার দরকার নেই। বাড়িতে ঘুমান ভালো থাকবেন। ভোট দিতে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ইতিহাসের সাক্ষী হয়েন না।

১৮ নভেম্বর রাতে ইউনিয়নের উত্তর চাঁদপুরে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচনী সভায় তিনি এমন বক্তব্য দেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিও ভাইরাল হওয়া ভিডিওতে দিলু পাটোয়ারী বলেন, ‘নির্বাচন নিয়ে খেলতে আইসেন না; এমন খেলা খেলে দিবানে যে বাড়ি ঘুমাতে পারবেন না। বাড়ি যদি ঘুমাতে চান ২৮ তারিখ ভোট দিতে যাওয়ার চেষ্টা করবেন না। ২৭ তারিখ ব্যাপক ভাঙচুর হবে; ২৮ তারিখের পর ২৯ তারিখও ভাঙচুর হবে। ’

মাদ্রাসার সব শিক্ষার্থীর বিয়ে, পরীক্ষা দেয়নি কেউমাদ্রাসার সব শিক্ষার্থীর বিয়ে, পরীক্ষা দেয়নি কেউ
নেতাকর্মীদের উদ্দেশে দিলু পাটোয়ারী বলেন, ‘আপনারা ভয় পাবেন না। আপনারা কিসের ভয় পান? ওদের কাছে কি আছে? আপনাদের কাছে যা আছে, যদি ওরা দেখে তাহলে ওদের কলিজা শুকিয়ে যাবে। যারা নৌকার বাইরে ভোট দিতে যেতে চায় তাদের নিষেধ করবেন। তারপরও যারা যেতে চায় তাদের তালিকা করবেন।’

এ প্রসঙ্গে সাবেক দিলু পাটোয়ারী সাংবাদিকদের বলেন, ‘বিএনপি নির্বাচন বর্জন করায় বিএনপির নেতাকর্মীদের ভোট দিতে আসতে নিরুৎসাহিত করেছি। কে কি ভিডিও ধারণ করেছে আমি জানি না।’

প্রসঙ্গত, যশোরের বাঘারপাড়ার উপজেলার জহুরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আসাদুজ্জামান মিন্টু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়