শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০৯:৪৫ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০৯:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোস্তাফিজ-শরীফুলের চোট, সিরিজের শেষ ম্যাচ নিয়ে অনিশ্চয়তা

মিনহাজুল আবেদীন: [২] পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারের যন্ত্রণা যেনো বাড়িয়ে দিলো মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলামের চোট। আজ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুই বাঁহাতি পেসারই চোট পেয়েছেন। ডিবিসি টিভি

[৩] আজ ২.১ ওভার বল করেই মাঠ ছাড়েন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। পরে জানা যায়, চোটের কারণে মাঠ ছেড়েছেন তিনি। প্রথম আলো

[৪] বিসিবির এক সূত্রে জানা গেছে, সাইড স্ট্রেইনের সমস্যার কারণে মাঠ ছেড়েছেন এই বাঁহাতি পেসার। ২২ নভেম্বর সিরিজের শেষ ম্যাচে খেলবেন কিনা, কাল পর্যবেক্ষণের পর সেটি নিশ্চিত হওয়া যাবে।

[৫] দলের আরেক বাঁহাতি পেসার শরীফুল ইসলামও চোট পেয়েছেন। ১৪তম ওভারে এক বল করে মোস্তাফিজ সরে যাওয়ায় বল তুলে দেওয়া হয়েছিল। ওভারের বাকি ৫ বল করার পর শরীফুলকেও আর দেখা যায়নি। আজ মাত্র ১.৫ ওভার বোলিং করছেন তিনি। এরপর কুঁচকির চোটের কারণে বোলিং করতে পারেননি বলে জানা গেছে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শরীফুলের খেলা নিয়েও আছে শঙ্কা।

[৬] দুই বিশেষজ্ঞ বোলারের ওভার পুষিয়ে নিতে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ বোলিং করিয়েছেন নাজমুল হাসান, আফিফ হোসেন ও সাইফ হাসানকে। বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে সিরিজে চোটের কারণে পাচ্ছে না সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে। দুজন না থাকায় দলের বোলিং আক্রমণ এমনিতেই অনেকটা শক্তি হারিয়েছে। শেষ ম্যাচে মোস্তাফিজ না থাকলে বড় ক্ষতিই হবে বাংলাদেশ দলের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়