শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০৪:০৯ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০৪:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বগুড়ায় গণ অনশনে বসেছে বিএনপি

বগুড়া প্রতিনিধি: [২] বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিত করে বিদেশে পাঠানোর দাবিতে বগুড়ায় গণ অনশনে বসেছে দলীয় নেতাকর্মীরা। শনিবার সকাল ৯টা থেকে জেলার নবাববাড়ী রোডে দলীয় কার্যালয়ের সামনে পূর্ব ঘোষণা অনুযায়ী এ কর্মসূচি শুরু হয়।

[৩] জেলা বিএনপির আহব্বায়ক ও বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে গণ অনশন কর্মসূচিতে বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা হেলাল উদ্দিন তালুকদার লালু, সাংসদ মোশারফ হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র এ্যডঃ মাহাবুর রহমান, আহব্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, এম আর ইসলাম স্বাধীন, মীর শাহে আলম, জয়নাল আবেদিন চাঁনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিএনপির অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

[৪] গণ অনশনে বক্তারা বলেন, মানবিক স্বার্থে হলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার অনুমতি দেয়া জরুরী। সাবেক প্রধানন্ত্রীর সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি না দেয়া হলে আগামীতে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে এবং বেগম খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে তার দ্বায়ভার এ সরকারকেই নিতে হবে।

[৫] উল্লেখ্য, দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান। করোনা মহামারির প্রেক্ষাপটে গত বছরের ২৫ মার্চ সরকার শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। তিন দফায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়। বিএনপির নেতারা খালেদা জিয়ার শর্তসাপেক্ষে এ মুক্তিকে ‘গৃহবন্দি’ বলছেন।

[৬] উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন করা হলেও সরকার তা নাকচ করে দেয়। তাকে দেশে থেকেই চিকিৎসা নিতে হবে বলে শর্তও দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়