শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ১২:১৯ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০৪:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নগরবাসীর কাছে ক্ষমা চাইলেন মেয়র জাহাঙ্গীর আলম, বললেন আওয়ামী লীগ আমার রক্তের মত

মহসীন কবির ও এফ এ নয়ন: [২] শনিবার বেলা সোয়া ১২টার দিকে নিজের বাসভবনে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম সাংবাদিকদের একথা বলেন। ডিবিসি টিভি

[৩] তিনি বলেন, নির্বাচনের আগে থেকেই আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হয়েছে। আমি কখনো কোন অন্যায় করিনি। আমি জনগণের জন্য কাজ করি। সিটি কর্পোরেশনের উন্নয়নে আমি কাজ করি। সিটি কর্পোরেশন থেকে আমি কোন ধরনের ভাতা নেইনি।

[৫] তিনি বলেন, আমার আদর্শ; বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। এ তিনের বাইরে যাওয়ার সুযোগ নেই। মানুষের জীবনে ভুল থাকতে পারে, ভুল হতে পারে। আমার কিছু কথা কেটে কেটে উপস্থাপন করা হয়েছে। আমার কথা নিয়ে মিথ্যাচার করা হয়েছে। আমি নেত্রীর কাছে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করবো।

[৫] তিনি বলেন, আমি করোনা কালীন সময়ে গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। অথচ আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে দেখা করতে পারিনি। কিন্তু আমার প্রতিপক্ষের লোকজন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে দেখা করে আমার বিরুদ্ধে অপপ্রচার করেছেন। এছাড়া আমি গাজীপুর কোনো গার্মেন্টস গিয়ে ১০০০ টাকা ও চাইনি। অথচ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে বলেছেন, আমি গাজীপুর সকল গামেন্টস থেকে চাঁদাবাজি করি।

[৬] সিটি মেয়র দীর্ঘ ৩০ মিনিটে সাংবাদিকদের সামনে আবেগঘন কণ্ঠে বলেন, বঙ্গবন্ধু আমার অস্তিত্ব। আমি বাংলাদেশে আওয়ামী লীগের একজন পরিবারের সদস্য। আমার দ্বারা কোনো আওয়ামী লীগের সঙ্গে বেইমানি হতে পারে না। আমি এখনও বলবো আমার এই বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়