শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০২:৫১ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নার্স হিসেবে বাচ্চা প্রসব করিয়েছেন ৫ হাজার, নিজেই ডেলিভারির সময় মারা গেলেন জ্যোতি

আন্তর্জাতিক ডেস্ক : নার্স হিসেবে পাঁচ বছরে প্রায় পাঁচ হাজার বাচ্চা প্রসব করিয়েছেন। কিন্তু তিনি নিজেই মারা গেলেন বাচ্চা প্রসবের সময়। ভারতের মহারাষ্ট্রের হিঙ্গোলিতে এ ঘটনা ঘটে। দেশটির সরকারি হাসপাতালে নার্স হিসেবে কাজ করেতেন ৩৮ বছর বয়সী জ্যোতি গাভলি। সূত্র: নিউজ এইটিন

মহারাষ্ট্রের হিঙ্গোলিতে সরকারি হাসপাতালে কাজ করার সময় তিনি প্রায় পাঁচ হাজারের মতো বাচ্চা প্রসবে নার্স হিসেবে সহযোগিতা করেছেন। নর্মাল ডেলিভারির সঙ্গে সঙ্গে সিজারিয়ান ডেলিভারির সময়েও অপারেশন থিয়েটারে তিনি নার্স হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। এমন একজন অভিজ্ঞ নার্স মারা গেলেন নিজের ডেলিভারির সময়।

গত ২ নভেম্বর জ্যোতি মহারাষ্ট্রের হিঙ্গোলিতে সেই সরকারি হাসপাতালেই নিজের ডেলিভারির জন্য ভর্তি হন। সিজারের মাধ্যমে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। বাচ্চা পুরোপুরি সুস্থ থাকলেও জ্যোতির শরীর খারাপ হতে শুরু করে। প্রসবের পর তার রক্তক্ষরণ কিছুতেই বন্ধ না হওয়ার কারণে তাকে অন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে গিয়েও তার শরীরের বিশেষ উন্নতি হয়নি। তার শরীরের অবস্থা খারাপ থাকার ফলে সেখানকারই একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানকার চিকিৎসায় জ্যোতির শরীরের কিছুটা উন্নতি হয় দেখা যায়। কিন্তু রোববার ভোরের দিকে আবার তার শ্বাস নিতে অসুবিধা হতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই জ্যোতি মারা যান।

সব সময় অন্যের হাতে সদ্যপ্রসূত সন্তান তুলে দেওয়া জ্যোতি গাভলি নিজের বাচ্চাকেই কোলে নিতে পারলেন না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়