লিহান লিমা: [২] ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা (ইনপি) এর গবেষণায় উঠে এসেছে এ বছর বিশ্বের বৃহত্তম এই চিরহরিৎ বনাঞ্চলে বন উজাড় বেড়েছে ২২ শতাংশ। ২০২০-২১ সালে এই বন ১৩ হাজার ২৩৫ স্কয়ার কিলো মিটার (৫ হাজার ১১০ স্কয়ার মাইল) হারিয়েছে, যা ২০০৬ সালের পর সর্বোচ্চ। বিবিসি, আল জাজিরা
[৩] কপ২৬ সম্মেলনে ২০৩০ সালের মধ্যে বন উজাড় কমিয়ে আনার প্রতিশ্রুতি দেয়া দেশগুলোর মধ্যে একটি ব্রাজিল। যদিও দেশটির বর্তমান প্রেসিডেন্ট জেইর বোলসানারো এই বনে খনিজ অনুসদ্ধান এবং কৃষিকাজের জন্য বন উজাড় উস্কে দেয়ায় তার সময়ে বন উজাড় বৃদ্ধি পেয়েছে।
[৪] অ্যামাজন প্রায় ৩০ লাখের বেশি গাছে প্রজাতি এবং প্রাণীর অভয়ারণ্য, এখানে বাস করেন প্রায় ১০ লাখ আদিবাসী মানুষ। বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধে কার্বন নিঃসরণ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পৃথিবীর ফুসফুস খ্যাত এই বন।