শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২১, ০৩:৩৯ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২১, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে বাংলাদেশ-পকিস্তান টেস্ট সিরিজে নিরাপত্তায় থাকবে সহস্র পুলিশ

রাজু চৌধুরী : [২] চট্টগ্রামে বাংলাদেশ-পকিস্তান টেস্ট ক্রিকেট সিরিজ চলাকালে বিভিন্ন স্তরে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হাজারখানেক সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার। এছাড়া পুলিশের পাশাপাশি কাজ করবেন সেনাবাহিনী, র‍্যাব, এপিবিএন, ফায়ার সার্ভিস, সিভিল সার্জন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

[৩] বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে সিএমপি পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত আইনশৃঙ্খলার প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের জানানো হয়।

[৪] সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দলের ৭ স্তরের নিরাপত্তায় ৯০০ পুলিশ সদস্য নিয়োজিত থাকবে।

[৫] তিনি বলেন, সাতটি সেক্টরে ভাগ করে টেস্ট সিরিজ খেলতে আসা দুই দলের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে হোটেলে তিন স্তরের এবং মাঠে থাকবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

[৬] পাশাপাশি স্পেশাল রিজার্ভ ফোর্স হিসেবে সিএমপির কুইক রেসপন্স টিম, সোয়াত, বোম্ব ডিস্পোজাল ইউনিটসহ পুলিশ লাইনে রিজার্ভ ফোর্স স্ট্যান্ডবাই হিসেবে প্রস্তুত থাকবে বলে জানান সিএমপি কমিশনার।

[৭] জানা গেছে, আগামী ২৬ নভেম্বর নগরের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের মধ্যে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২৩ নভেম্বর চট্টগ্রাম আসছে দুটি দল।

[৮] বিমানযোগে পৌঁছানোর পর দুই দলের খেলোয়াড়রা কাজির দেউরি মোড় এলাকার একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করবেন। ২৪ ও ২৫ নভেম্বর জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে উভয় দলের অনুশীলন করার কথাও রয়েছে। টেস্ট ম্যাচ শেষে ১ ডিসেম্বর ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়বে দুটি দল।

[৯] সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান ও উপ-কমিশনার (সদর) মো. আমির জাফরসহ সরকারের বিভিন্ন দায়িত্বশীল সংস্থার প্রতিনিধিরা।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়