শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২১, ০৪:২৪ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২১, ০৪:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁশখালীতে পুলিশের অভিযানে অস্ত্র ইয়াবাসহ আটক ১০

কল্যাণ বড়ুয়া: [২] চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ মামলার আসামি মো. নুরুল হুদা প্রকাশ পুইন্যা (৫০) ডাকাতসহ ১০ জনকে আটক করেছে। এ সময় পুলিশ পুইন্যার কাছে রক্ষিত ০২(দুই) টি দেশীয় তৈরী এলজি উদ্ধার করে। অপর অভিযানে পুলিশ ৪ হাজার ৮০০ পিচ ইয়াবাসহ ৩ জন এবং পরোয়ানাভুক্ত ৬সহ মোট ১০ জনকে আটক করে।

[৩] স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি পাহাড়ি এলাকায় পুইন্যা ডাকাত অস্ত্রে বেচাঁবিক্রি করছে এ খবরের ভিত্তিতে বুধবার রাত থেকে আস্ত্রের ক্রেতা হিসাবে পুলিশ বুধবার রাত থেকে সিভিল ড্রসে সেখানে অবস্থান নেয় ।

[৪] পরে বৃহস্পতিবার সকালে বিক্রি করতে আসা ০২(দুই) টি দেশীয় তৈরী এলজি অস্ত্রসহ ডাকাতি, অস্ত্র, খুন,মাদক, চাঁদাবাজি ও বন মামলাসহ মোট ১৫ টি মামলার আসামি পূর্ব পুইছড়ি মৃত হাবিবুর রহমান এর পুত্র মো. নুরুল হুদা প্রকাশ পুইন্যা ডাকাত (৫০) কে জঙ্গল পুইছড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে। এ অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স সাথে ছিলেন।

[৫] অপর অভিযানে পুলিশ ৪ হাজার ৮০০ পিচ ইয়াবাসহ ৩ জনকে আটক করে। বাঁশখালী থানা পুলিশের এসআই মং থোয়াই হ্লা চাক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে। এ সময় উখিয়া কুতু পালং এলাকার মৃত মো. শফির কন্যা লায়লা বেগম (৫০), চকরিয়া পুকপুকুরিয়া বড় পাড় এলাকার আব্দুল খালেকের পুত্র মো. শফিকুল (২৬), উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, ছৈয়দুর এর পুত্র আহম্মদ হোসাইন (১৯)কে গ্রেপ্তার করে এবং এ সংক্রান্ত মাদক আইনে মামলা রুজু করা হচ্ছে বলে জানা যায়।

[৬] এদিকে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসাবে বাঁশখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জন পরোয়ানা ভুক্ত আসামি আটক করে পুলিশ।

[৭] পূর্ব পুইছড়ি এলাকার মৃত হাবিব উল্লাহ এর পুত্র নুরুল হুদা, পশ্চিম চাম্বল এলাকার মৃত আমির আলী পুত্র শফিক,
শেখেরখীল মাইজপাড়া এলাকার মুহাম্মদ নুরুল আলম এর পুত্র মুহাম্মদ শাহেদ হোসাইন, মৃত ছিদ্দিক আহমদএর নুরুল আলম, মধ্য ইলশার বিপন দাশের পুত্র রাখাল দাশ, দেকেন্দ্র দাশের পুত্র বিপন দাশ।

[৮] আটককৃত আসামিদের পরোয়ানা মূলে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়। এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ মামলার আসামি পুইন্যা, ইয়াবাসহ ৩ জন এবং পরোয়ানা ভুক্ত ৬ জনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এ অভিযান অভ্যাহত থাকবে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়