শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২১, ১০:১৮ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২১, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে দুবৃত্তদের ছুরিকাঘাতে তাঁতীলীগ নেতা খুন

জাহিদুল কবীর, যশোর প্রতিনিধি: [২] যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তাঁতীলীগের সাবেক নেতা আব্দুর রহমান কাকন (৩৫) খুন হয়েছেন। বুধবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের বারান্দী মোল্লাপাড়া কবরস্থানে পাসে নারান ঘোষের চায়ের দোকানের সামনে এঘটনা ঘটে।

[৩] আব্দুর রহমান কাকন বারান্দী মোল্যাপাড়া কবরস্থান এলাকার আব্দুল হামিদ ছেলে। তিনি ওই এলাকার হানিফের বাড়ির ভাড়াটিয়া। নিহতের লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

[৪] হাসপাতালে লাশ আসার পর অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, ডিবির ওসি রুপন কুমার সরকার, কোতয়ালি থানার ওসি তাজুল ইসলাম হাসপাতালে আসেন।

[৫] নিহতের মা সুফিয়া বেগম জানান, বুধবার ১৭ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে কাকন নারান ঘোষের চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তিনি আহত হন। খবর পেয়ে কাকনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৬] হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার তন্ময় বিশ্বাস বলেন, হাসপাতালে আনার আগেই কাকনের মৃত হয়েছে।

[৭] কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, কারা কি কারণে তাকে হত্যা করেছে এই মুহুর্তে জানা সম্ভব হয়নি। আমি ঘটনাস্থলে আছি। পুলিশ জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান আছে।

[৮] ডিবির ওসি রুপন কুমার সরকার জানান, কাকনের নামে কোতয়ালি থানায় এপর্যন্ত দুটি মামলা পাওয়া গেছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়