শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২১, ০৯:৫৪ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২১, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ যেখানে যেভাবে মিলবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট

স্পোর্টস ডেস্ক: সবশেষ মাঠে গিয়ে দ‍‍র্শকরা বাংলাদেশের ম্যাচ দেখেছেন প্রায় ২০ মাস আগে, ২০২০ সালের মা‍র্চে জিম্বাবুয়ে সিরিজে। করোনার কারণে এরপর দ‍‍‍র্শকের মাঠে প্রবেশ বন্ধ হয়ে গিয়েছিল। দ‍‍র্শকশূন্য গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ।

এবার পাকিস্তান সিরিজ দিয়ে মাঠে ফেরার সুযোগ পাচ্ছেন দর্শকরা। দেশের করোনা পরিস্থিতি আগের থেকে ভালো হলেও সংক্রমণ ঝুঁকি এড়াতে এই মুহূ‍র্তে ধারণক্ষমতার অ‍‍র্ধেক আসনের টিকিট বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের কয়েকটি কাউন্টারে টিকেট বিক্রি হবে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। টিকিট থেকে গেলে ম্যাচের দিন ওই কাউন্টারেই টিকেট পাওয়া যাবে। স্টেডিয়ামে ঢুকতে করোনা ভ্যাকসিনের সার্টিফিকেট লাগবে।

এই সিরিজে টিকিটের মূল্য স‍‍র্বনিম্ন ১০০ টাকা থেকে স‍‍র্বোচ্চ ১০০০ টাকা প‍‍র্যন্ত। ১০০ টাকায় পাওয়া যাবে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট, সাউদার্ন এবং নদার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য দেড়শ টাকা, ক্লাব হাউজ ৩০০ এবং ভিআইপি স্ট্যান্ডের টিকেটের মূল্য পাঁচশত টাকা। এ ছাড়া সর্বোচ্চ ১ হাজার টাকা মূল্যে পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট।

করোনা ভ্যাকসিনের সার্টিফিকেট ছাড়াও দ‍‍‍র্শকদের মুখে মাস্ক পরিধান বাধ্যতামূলক। গ্যালারিতে বসতে হবে এক সিট ফাঁকা রেখে।

১৯ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পরদিনই হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। আর শেষ ম্যচটি হবে একদিন বিরতি দিয়ে ২২ নভেম্বর। তিনটি ম্যাচই শুরু হবে দুপুর দুইটায়। শুধু মিরপুর শের-ই-বাংলা নয়, দ‍‍র্শকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামও। এই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। টেস্টটি শুরু হবে ২৬ নভেম্বর। আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়