শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ১০:৩০ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ১০:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘতিে প্রণোদনার সার-বীজ পলো কৃষক

এএফএম মমমতাজুর রহমান: [২] বগুড়ার আদমদীঘতিে চলতি রবি মৌসুমে গম, ভূট্টা, সরষিা, র্সূযমুখী, শীতকালীন পঁেয়াজ, মুগ ও মসুর ডাল উৎপাদনে প্রণোদনা র্কমসূচরি আওতায় ২১৭০ জন কৃষক-কৃষাণীদরে মাঝে বীজ ও সার বতিরণ করা হয়ছে।ে বুধবার দুপুরে উপজলো কৃষি অফসি চত্বরে বনিামূল্যরে এসব সার-বীজ বতিরণ র্কাযক্রমরে উদ্বোধন করনে উপজলো পরষিদরে মহলিা ভাইস চয়োরম্যান সালমা বগেম চাঁপা।

[৩] উপজলো নর্বিাহি র্কমর্কতা (ইউএনও) শ্রাবণী রায়রে সভাপতত্বিে সার ও বীজ বতিরণ অনুষ্ঠানে উপস্থতি ছলিনে উপজলো আওয়ামী লীগরে সহ-সভাপতি আবু রজো খান ও ছাতয়িানগ্রাম ইউনয়িন আওয়ামী লীগরে সভাপতি জালাল উদ্দনি শখে, সনিয়ির উপজলো মৎস্য অফসিার জনাব সুজয় পাল, উপজলো প্রাণসিম্পদ অফসিার ডাক্তার আমরিুল ইসলাম ও উপজলো পল্লী উন্নয়ন অফসিার তৌহদিুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফসিার দপ্তিী রানী রায়, কৃষি সম্প্রসারণ অফসিার আদুরী তমাসহ ১৯ ব্লকরে উপসহকারি কৃষি র্কমর্কতাগণ।

[৪] উপজলো কৃষি অফসিার কৃষবিদি মঠিু চন্দ্র অধকিারী জানান, এবছর উপজলোর মোট ২১৭০ জন কৃষকরে মাঝে প্রণোদনার সার ও বীজ বতিরণ করা হয়। এরমধ্যে ৩০০ জন গম চাষীর প্রত্যকেে ২০ কজেি বীজ, ১০ কজেি ডএিপি ও ১০ কজেি এমওপি সার। ৫০০ জন ভূট্টা চাষীর প্রত্যকেে ২ কজেি বীজ, ২০ কজেি ডএিপি ও ১০ কজেি এমওপি সার। ১২০০ জন সরষিা চাষীর প্রত্যকেে ১ কজেি বীজ, ১০ কজেি ডএিপি ও ১০ কজেি এমওপি সার। ৫০ জন র্সূযমুখী চাষীর প্রত্যকেে ১ কজেি বীজ, ১০ কজেি ডএিপি ও ১০ কজেি এমওপি সার। ৪০ জন শীতকালীন পঁয়াজ চাষীর প্রত্যকেে ১ কজেি বীজ, ১০ কজেি ডএিপি ও ১০ কজেি এমওপি সার। ৫০ জন মুগ চাষীর প্রত্যকেে ৫ কজেি বীজ, ১০ কজেি ডএিপি ও ৫ কজেি এমওপি সার এবং ৪০ জন মসুর চাষীর প্রত্যকেে ৫ কজেি বীজ, ১০ কজেি ডএিপি ও ৫ কজেি এমওপি সার প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়