শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ০৪:২০ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ০৭:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লার প্রখ্যাত রাজনীতিবিদ আফজাল খান মারা গেছেন

স্টাফ রিপোর্টার: [২] জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক , জেলা ১৪ দলের সমন্বয়ক , প্রখ্যাত ও প্রবীণ রাজনীতিবিদ অধ্যক্ষ আফজল খান এডভোকেট আজ মঙ্গলবার দুপুর ২.৪৫ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন । ইন্না ইলাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন।

[৩] মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি স্ত্রী,তিন পুত্র ও এক কণ্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। প্রয়াত আফজাল খানের বড় মেয়ে ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আঞ্জুম সুলতানা সীমা এমপি এ কথা নিশ্চিত করেছেন।

[৪] এমপি সীমা জানান, দীর্ঘদিন বাধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় কুমিল্লা সিডিপ্যাথ হাসাপাতাল থেকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। সদ্য প্রয়াত বাবার জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন আঞ্জুম সুলতানা সীমা।

[৫] আফজলের খানের বড় ছেলে এফবিসিসিআই এর পরিচালক মাসুদ পারফেজ খান ইমরান জানান, আগামীকাল বুধবার সকাল ১১ টায় মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হবে।

অধ্যক্ষ আফজাল খান এডভোকেট কুমিল্লার বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন। তিনি কুমিল্লা শহর আওয়ামীলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি'র সাবেক সহ-সভাপতি, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, কুমিল্লা পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান, সমবায় ইউনিয়নের সাবেক সভাপতি, বহু শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু মসজিদের প্রতিষ্ঠাতা, কুমিল্লা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি, কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ের প্রধান উপদেষ্টা, বিসিক'এর সাবেক সভাপতি, এফবিসিআই এর সাবেক পরিচালক, বিশিষ্ট শিল্পপতি, বৃক্ষরোপণে জাতীয় পুরষ্কারপ্রাপ্ত, বাংলাদেশ আয়কর বিভাগ কতৃক 'কর বাহাদুর' উপাধিতে ভূষিত, কুমিল্লা জেলা ব্রিকফিল্ড মালিক সমিতির সাবেক সভাপতি, কুমিল্লার সিনিয়র আইনজীবি, 'বঙ্গবন্ধু ল কলেজ'এর প্রতিষ্ঠাতা, শেখ ফজিলাতুন্নেছা কারিগরী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন।

[৬] তাঁর মৃত্যুতে নগর কুমিল্লায় সর্বস্তরের জনগণের মাঝে শোকের ছায়া নেমে আসে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়