শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে ফের টানাপোড়েন, নতুন উত্তেজনা ◈ ক্রিস্টাল প‌্যা‌লেস‌কে হা‌রি‌য়ে কারাবো কাপের সেমিফাইনা‌লে আর্সেনাল ◈ কুমিল্লায় শিক্ষকের উপস্থিতিতে প্রকাশ্যে বই খুলে অনার্স পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা ◈ রাজশাহীতে ওয়াসার পাইপলাইন বসাতে কাঁটা হচ্ছে শতাধিক কৃষ্ণচূড়া গাছের ডাল ◈ ২৯ ঘণ্টায় নির্বাচনী তহবিলের লক্ষ্যমাত্রা পূরণ: অনুদান নেওয়া বন্ধ করলেন ডা. তাসনিম জারা ◈ ১৮ বছর পর আজ সন্ধ্যায় লন্ডন থেকে দেশের পথে রওনা হচ্ছেন তারেক রহমান ◈ কে এবং কেন গানম্যান পায়, যেভাবে আবেদন করবেন ◈ হাসিনাকে ফেরতের বিষয়ে নতুন তথ্য দিলেন পশ্চিমবঙ্গের নেতা ◈ নির্বাচনের ডামাডোলে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ◈ চিত্রনায়ক রিয়াজের মৃত্যুর গুঞ্জন নিয়ে যা জানা গেল

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ০৩:০৯ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেট্রোলের দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইমরান খান

নিউজ ডেস্ক: পাকিস্তানে জ্বালানি তেল পেট্রোলসহ পেট্রোলজাত পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার (১৫ নভেম্বর) পাকিস্তানি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে তথ্যটি জানানো হয়েছে। খবর প্রকাশ করেছে ডন নিউজ।

বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (ওগরা) প্রস্তুতকৃত একটি প্রতিবেদন প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে পাঠায় অর্থ বিভাগ। যেখানে ১৬ নভেম্বর থেকে পেট্রোলজাত পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়।

পাকিস্তানি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতির তথ্যানুসারে, বর্তমানে আন্তর্জাতিক বাজারে পেট্রোলজাত পণ্যের দাম ওঠানামা করছে। পাশাপাশি বিনিময় হারের তারতম্যও দামকে প্রভাবিত করছে।

তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রস্তাব করেছিল, প্রতি লিটার পেট্রোলের দাম ৫ রুপি (পাকিস্তানি রুপি) বাড়িয়ে ১৫০.৮০ করতে (বর্তমান মূল্য ১৪৫.৮২)। একই সঙ্গে উচ্চ গতির ডিজেলের দামও ৫ রুপি বাড়িয়ে ১৪৭.৬২ রুপি (বর্তমান মূল্য ১৪২.৬২) করার প্রস্তাব দিয়েছে ওগরা। তবে কেরোসিন ও হালকা ডিজেল তেলের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়নি।

পাকিস্তানে গত দুই মাসে অন্তত দুই দফায় পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকার। যা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে তারা। এমন পরিস্থিতিতে আবারও দাম বাড়ানোর প্রস্তাব করেছে ওগরা।

-ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়