শিরোনাম
◈ ইস্তাম্বু‌লে শা‌ন্তি আ‌লোচনা ব‌্যর্থ হ‌লে আফগানিস্তানের বিরু‌দ্ধে যুদ্ধ ঘোষণা করবে পাকিস্তান ◈ স্যর ক্রিকে ভারতের যুদ্ধমহড়া,শঙ্কিত পাকিস্তান বিমান চলাচলে নিষেধাজ্ঞা দি‌লো, পাল্টা সেনা সমাবেশের ঘোষণা ◈ আজ রা‌তে বা‌র্সেলোনা - রিয়া‌ল ম‌া‌দ্রিদ মু‌খোমু‌খি  ◈ ২৫ লাখ কোটি টাকার ঋণে ডুবে পাকিস্তান সরকার দিশাহারা, গত অর্থবছ‌রের তুলনায় আরও বাড়ল ইসলামাবাদের ধার ◈ ইং‌লিশ লি‌গে টানা চতুর্থ পরাজয় লিভারপু‌লের, চেলসিকে হারিয়ে সান্ডারল্যান্ডের চমক ◈ মালয়েশিয়ায় পৌঁছেই নাচে মেতে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ◈ পি‌সি‌বির অদ্ভুত কাণ্ড, টেস্ট দ‌লের বর্তমান অধিনায়ককে বানিয়ে দেওয়া হলো বোর্ড কর্তা ◈ আরপিও শর্তে বিপাকে ছোট দল, ভোট করতে হবে নিজ দলের প্রতীকে ◈ বিজ্ঞাপনে ক্ষুব্ধ ট্রাম্প: কানাডার পণ্যে আরও ১০ শতাংশ শুল্ক বাড়ালো যুক্তরাষ্ট্র ◈ বান্দরবানে রাতের আঁধারে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ০৩:০৯ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেট্রোলের দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইমরান খান

নিউজ ডেস্ক: পাকিস্তানে জ্বালানি তেল পেট্রোলসহ পেট্রোলজাত পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার (১৫ নভেম্বর) পাকিস্তানি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে তথ্যটি জানানো হয়েছে। খবর প্রকাশ করেছে ডন নিউজ।

বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (ওগরা) প্রস্তুতকৃত একটি প্রতিবেদন প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে পাঠায় অর্থ বিভাগ। যেখানে ১৬ নভেম্বর থেকে পেট্রোলজাত পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়।

পাকিস্তানি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতির তথ্যানুসারে, বর্তমানে আন্তর্জাতিক বাজারে পেট্রোলজাত পণ্যের দাম ওঠানামা করছে। পাশাপাশি বিনিময় হারের তারতম্যও দামকে প্রভাবিত করছে।

তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রস্তাব করেছিল, প্রতি লিটার পেট্রোলের দাম ৫ রুপি (পাকিস্তানি রুপি) বাড়িয়ে ১৫০.৮০ করতে (বর্তমান মূল্য ১৪৫.৮২)। একই সঙ্গে উচ্চ গতির ডিজেলের দামও ৫ রুপি বাড়িয়ে ১৪৭.৬২ রুপি (বর্তমান মূল্য ১৪২.৬২) করার প্রস্তাব দিয়েছে ওগরা। তবে কেরোসিন ও হালকা ডিজেল তেলের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়নি।

পাকিস্তানে গত দুই মাসে অন্তত দুই দফায় পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকার। যা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে তারা। এমন পরিস্থিতিতে আবারও দাম বাড়ানোর প্রস্তাব করেছে ওগরা।

-ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়