শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ০৩:০৯ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেট্রোলের দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইমরান খান

নিউজ ডেস্ক: পাকিস্তানে জ্বালানি তেল পেট্রোলসহ পেট্রোলজাত পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার (১৫ নভেম্বর) পাকিস্তানি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে তথ্যটি জানানো হয়েছে। খবর প্রকাশ করেছে ডন নিউজ।

বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (ওগরা) প্রস্তুতকৃত একটি প্রতিবেদন প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে পাঠায় অর্থ বিভাগ। যেখানে ১৬ নভেম্বর থেকে পেট্রোলজাত পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়।

পাকিস্তানি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতির তথ্যানুসারে, বর্তমানে আন্তর্জাতিক বাজারে পেট্রোলজাত পণ্যের দাম ওঠানামা করছে। পাশাপাশি বিনিময় হারের তারতম্যও দামকে প্রভাবিত করছে।

তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রস্তাব করেছিল, প্রতি লিটার পেট্রোলের দাম ৫ রুপি (পাকিস্তানি রুপি) বাড়িয়ে ১৫০.৮০ করতে (বর্তমান মূল্য ১৪৫.৮২)। একই সঙ্গে উচ্চ গতির ডিজেলের দামও ৫ রুপি বাড়িয়ে ১৪৭.৬২ রুপি (বর্তমান মূল্য ১৪২.৬২) করার প্রস্তাব দিয়েছে ওগরা। তবে কেরোসিন ও হালকা ডিজেল তেলের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়নি।

পাকিস্তানে গত দুই মাসে অন্তত দুই দফায় পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকার। যা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে তারা। এমন পরিস্থিতিতে আবারও দাম বাড়ানোর প্রস্তাব করেছে ওগরা।

-ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়