শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১, ০২:৫৪ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জায়েদুল হাসান পিন্টু: কোন প্রক্রিয়া অনুসরণ করে রেইনট্রি ধর্ষণ মামলার বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো?

জায়েদুল হাসান পিন্টু: [১] স্রোতের বিপরীতে... ধরেন, টিভিতে টকশো চলছে। তর্ক বিতর্কের এক পর্যায়ে একজন আলোচক অপর আলোচকের গলা টিপে ধরে সেখানেই খুন করলো। দেশবাসি তা সরাসরি দেখলো। নিরাপত্তাকর্মীরা খুনিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করলো। পুলিশ তাকে আদালতে পাঠালো। আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠালো। এখন কারাগারে জল্লাদ কি তাকে জমটুপি পরিয়ে ফাঁসি কার্যকর করে দেবে? না দেবে না। কেন দেবে না? কারণ আদালতের রায় নেই। কিন্তু আদালতের রায় লাগবে কেন? দেশবাসিতো সরাসরি খুনের দৃশ্য দেখছে। খুনিকে ফাসিঁতে লটকাতে হলে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এটাই বিধান।
[২] রেইনট্রির ধর্ষণ ঘটনায় বিচারক ৭২ ঘণ্টা পার হয়ে গেলে মামলা না নেয়ার যে পর্যবেক্ষণ দিয়েছেন সেটা অসাংবিধানিক। শুধু তাই না, তার পর্যবেক্ষণ সমাজে ধর্ষকদের উৎসাহিত করবে। তিনি নারীদের অসন্মান করেছেন। সব অভিযোগই সত্য। তার পর্যবেক্ষণ সমাজে ব্যপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। [৩] আইনমন্ত্রী বলেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টকে চিঠি দিবেন। সুপ্রিম কোর্ট ওই বিচারককে এজলাসে না বসার নির্দেশ দিয়েছে। এরপর আইন মন্ত্রণালয় জানিয়েছে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে তাকে জেলা জজের পদ থেকে প্রত্যাহার করে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করেছে। আমরা সবাই এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছি, নয়তো সমাজে ভুল বার্তা চলে যেতো।
[৪] এখন প্রশ্ন হলো ওই বিচারকের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হলো সেটা কোন প্রক্রিয়ায়? তিনি রেইনট্রি ধর্ষণ মামলায় যে রায় এবং পর্যবেক্ষণ দিয়েছেন তা সুপ্রিম কোর্ট জানলো কী করে? রায়ের কপি কি তাৎক্ষনিকভাবে সুপ্রিম কোর্টের কাছে পৌঁছে গেছে? নাকি সুপ্রিম কোর্ট গণমাধ্যমে প্রচারিত-প্রকাশিত রিপোর্ট দেখে ওই সিদ্ধান্ত নিয়েছে? [৫] আমার জানামতে কোন বিচারক ভুল করে থাকলে সেটা পরবর্তী ধাপে অর্থাৎ আপিলে এসে সংশোধিত হয়। হাইকোর্ট তার ভুলটা ধরিয়ে দেয়। দরকার হলে সুপ্রিম কোর্টের জিএ বা জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি ওই বিচারকের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়।
[৬] আইনমন্ত্রী বলেছিলেন সব প্রক্রিয়া মানা হবে। ওই বিচারককে শোকজ করা হবে। দেখা গেছে শোকজ করার আগেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ে গেছে। ব্যবস্থা নেওয়ার দাবি আমারও। শুধু তাই না, আমি অমন মানিসকাতর সব বিচারকের সংশোধনের ব্যবস্থা চাই। কিন্তু আমার সহজ জানতে চাওয়াটা হলো কোন প্রক্রিয়া অনুসরণ করে ওই বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো? আইনজীবী, সাবেক ও বর্তমান জজের পাশাপাশি বিশেষজ্ঞরা যদি একটু বুঝিয়ে দিতেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়