শিরোনাম
◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম 

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০২:৫১ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাকে খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার

নিউজ ডেস্ক: [২] রোববার রাতে সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় র‌্যাব বলেছে, ঢাকার শ্যামলীতে গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদকে “হত্যাকারী ও মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।” বিডিনিউজ, রাইজিংবিডি

[৩] বার্তায় কারও নাম উল্লেখ করা করা না হলেও র‌্যাবের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাদের একজনের নাম জাকির এবং অন্যজনের নাম সাইফুল। ঢাকার বাইরে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

[৪] আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এম এম ইমরান খান জানান, এ বিষয়ে সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় কারওয়ানবাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

[৫] জানা গেছে, বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদাবর থানা শ্যামলীর হলিল্যান্ড গলিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ওই বৃদ্ধকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে উদ্ধার করে নিয়ে গেলে রাত ১১ টায় তার মৃত্যু হয়।

[৬] পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে আলাপে জানা গেছে, আনোয়ার গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। বাসা মিরপুর হলেও একজন ফোন করলে তিনি পরে কল্যাণপুর আসেন। শ্যামলী হানিফ কাউন্টার পৌঁছামাত্র অজ্ঞাত ওই ব্যক্তি তাকে ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় জখম করে ফেলে পালিয়ে যায়।সিসি ক্যামেরায় ধরা পড়ে খুনের মুহূর্ত।

[৭] নিহতের ছোট বোন ফেরদৌস সুলতানা শুক্রবার আদাবর থানায় অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

[৮] আনোয়ার শহীদ সর্বশেষ জয়দেবপুরে কর্মরত ছিলেন। তিনি দিনাজপুরের গম গবেষণা ইনস্টিটিউটে প্রায় ১৫ বছর চাকরি করেন। ১২ বছর আগে তিনি অবসরে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়