শিরোনাম
◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ১২:৫৬ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ১২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাটির টানে কাজ করছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান অনামিকা আজম

নিজস্ব প্রতিবেদক, লন্ডন থেকে: বাবা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর আলী আজম খোকা। ১৯৭৫ সালের ১৫ আগস্টের শোকাবহ ঘটনার পূর্ব সময়ে শহীদ হন। পিতার আদর-স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হলেও দেশের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা ঠিকই পেয়েছেন। নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এলাকার মানুষের জন্য।

বলছিলাম লন্ডন প্রবাসী অনামিকাআজমের কথা। বাবার আদর্শ বুকে ধারন করে সাধারণ মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। লন্ডনের ব্যাস্তজীবনের মাঝে প্রতিদিনই খোঁজ নেয় নোয়াখালীর চাটখিল-সোনাইমুড়ীর মানুষের।

জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে অনামিকা আজম চাটখিলের কয়েক শ' অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন। স্বাবলম্বী হতে নারীদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ করেছেন। অসুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে তাদের চিকিৎসা সহায়তা দিয়েছেন। আর্থিকভাবে একাধিক মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা দিয়েছেন। করোনাকালীন অসহায় পরিবারগুলোকে খাদ্য সহায়তা দিয়েছেন। এখন তিনি অনেক পরিবারকে নিয়মিত খাদ্য সহায়তা দিয়ে থাকেন।

বিগত করোনাকালে এলাকায় অবস্থান করে নানা সহায়তার পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক বিতরণসহ করোনাকালীন স্বাস্থ্যবিধি মানতে জনগণকে উদ্বুদ্ধ করেছেন। এলাকায় স্বেচ্ছাসেবী বাহিনী গঠন করে সাধারণ মানুষেমানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছেন। এই স্বেচ্ছাসেবী বাহিনীর মাধ্যমে এখনও এলাকায় নিয়মিত কাজ করে যাচ্ছেন অনামিকা আজম।

এলাকার তরুণ সমাজ যাতে মাদক-জুয়াসহ খারাপ কিছুর প্রতি আকৃষ্ট না হওয়ার এজন্য নানা খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করছেন তিনি। সম্প্রতি তার বাবার নামে ক্রিকেট দল গঠন করে যুব সমাজকে খেলাধুলার দিকে মনোযোগী করেছেন। তাঁর গঠিত দল দশানী টগবার স্থানীয় এক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়।

দেশের প্রতি ভালোবাসা আর পিতার আদর্শ বুকে ধারন করে সাধারণ মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অনামিকা আজম। ভবিষ্যতে আরো বড়ো পরিসরে কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করছেন।

ব্রিটেনের স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ অনামিকা। তিনি লেবার পার্টির একজন সমর্থক ও নিয়মিত ক্যাম্পেইনার। স্থানীয়ভাবে ল' অফিসের সঙ্গে কাজ করা অনামিকা আজম তাঁর উচ্চশিক্ষার সম্পন্ন করেছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীনে ইমানুয়েল কলেজ ও সেইন্ট প্যাট্রিক কলেজ থেকে।

উচ্চ শিক্ষিত অনামিকা আজম পিতার মতোই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষহীন অনামিকা আজম মনে করেন একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দেশের প্রতি তাঁরও দায়বদ্ধতা রয়েছে। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়