শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০৫:৫৩ বিকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০৫:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতের পদধ্বনিতে রংপুরে হালকা কুয়াশা ও মধ্যরাতে মৃদু ঠাণ্ডা

আফরোজা সরকার : ভোরে ঠান্ডা হাওয়া, সকালে মিষ্টি রোদ আর সন্ধার পরে হালকা কুয়াশা জানান দিচ্ছে শীতের আগামনী বার্তা। বাজারে ওঠা শীতের সবজি যেন হয়ে উঠেছে এর বর্তাবাহক। দূর্বাঘাসে কিংবা ধানের কচি ডগায় মুক্তার মতো আলো ছড়িয়ে ভোরের শিশির জানান দিচ্ছে শীত এসে গেছে।

মধ্যরাত পড়তে শুরু করেছে হালকা কুয়াশা। সেই সাথে মধ্যরাতে অনুভূতি হচ্ছে মৃদু ঠান্ডা শীত। প্রতি বছরের অগ্রহায়ন মাসের প্রথম সপ্তাহে শীতের আগমন ঘটলেও এবারে কার্তিক মাসের মাঝামাঝি খেকে শুরু করেছে শীত, যা এ মাসের শেষে একটু বেশি অনুভূত হচ্ছে। সময় যখন ভোর ৪ টা হালকা কুয়াশায় ঢেকে রয়েছে রংপুর -ঢাকা মহাসড়ক। সড়ক-মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। ভোরে অনেকেই নিজ নিজ গন্তব্যে বের হয়েছেন হালকা ঘরম কাপড় মোড়িয়ে। আর ঘাসের উপর ভোরের সূর্য হালকা লালচে রঙের ঝিলিক দিচ্ছে।

দেশের উক্তরের জেলা রংপুরে কয়েক দিন ধরে দিনের বেল কিছুটা ঘরম অনুভূত হলেও সন্ধ্যায় উত্তর দিক থেকে হিমালয়ের হিম বাতাস বইতে শুরু করে। মধ্যরাতের পর থেকে ভোর রাত পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকে চারপাশ। দিন দিন কমে যাচ্ছে তাপমাত্রা, যা নভেম্বর মাসের শেষের দিকে আরো কমবে। সকালে শীত শীত অনুভূত হওয়ায় অনেকেই ঘরম কাপড় পড়ে কাজে বের হচ্ছেন। এর পর বেলা ঘড়ালে তাপমাত্রা বাড়লেও সন্ধ্যার পর থেকেই কুয়াশা পড়তে শুরু করে। রাতভর হালকা বৃষ্টির মত টুপটুপ করে কুয়াশা ঝড়তে থাকে। বিশেষ করে ধানের শীষে কুয়াশা। বিন্ধু জমতে দেখা যায়।

রংপুরের বাসিন্দারা বলেছেন, এবছর আগাম শীত অনুভব হচ্ছে। দিনের বেলা কিছুটা গরম থাকেই হালকা কুয়াশা পড়তে শুরু করে। রাতভর হালকা বৃষ্টির মতো কুয়াশা ঝরে। বিশেষ করে মাঠে ঘাসের ডগায় ও ধানের শীষে জমতে দেখা গেছে বিন্দু বিন্দু শিশির।

গ্রামগুলোতে দেখা গেছে, পুরনো কাঁথা নতুন করে সেলাই করে নিতে ব্যস্ত সময় পার করছেন নারীরা। বাড়ির পাশে গাছের নিছে বসে রং-বেরঙের সুতা দিয়ে তারা তৈরি করেছে কাঁথা। আবহাওয়া অফিস এ বিষয়ে বলেছে, এখন সর্বনিম্ন ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে ওটানামা করছে তাপমাত্রা। সপ্তাহ শেষে নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, আগামী সপ্তাহে তাপমাত্রা হয়তোবা আরও কিছু নেমে আসবে। অর্থাৎ এখন রংপুর বিভাগে ১৮ ডিগ্রি সেলসিয়াস রয়েছে, সেটা হয়তো বা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা আছে। নভেম্বরের শেষের দিকে মাঝিরি শৈত প্রবাহ হতে পারে।

এদিকে শীতের আগমন কে কেন্দ্র করে শুরু হয়ে গেছে শীতের পোশাকের পসরা। খোলা আকাশের নিচে রংপুর নগরীর ফুটপাত কিংবাছোট ভ্যানে গরম কাপড়ের বেচাকেনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। সর্বত্র জমে উঠেছে শীতের পোশাকের বাজার। নানা ধরনের শীতের পোশাক কিনতে ক্রেতারা ভিড় জমাচ্ছেন। খোলা আকাশের নিচে বসা দোকানগুলোতেও নির্দিষ্ট কোন ধরনের শীতের পোশাকের দেখা মেলে না। একটি থেকে অপরটি সম্পূর্ণ আলাদা। তাই এ সময়ে শীতের পোশাক নিয়েই দোকানিরা তাদের পসরা সাজাচ্ছেন।

তবে সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি শীতের পোশাক বিক্রি থেকে দ্বিগুন জমে ওঠে পিঠার দোকানগুলো। ভাপা, চিতই, নকশি, ডিমসহ নানা ধারণের মুখরোচর পিঠার সমাহার নিয়ে এসব দোকানে দোকানিরা পিঠা বিক্রি করেন । ক্রেতার সমাগম দেখে চোখে পড়ার মতো। যেন তারা শীতকে বরণ করতে উৎসব করছেন। শীতের সময় মানে বাঁধাকপি, ফুলকপি, মুলা, টমেটো, বেগুন,লাউ, শিম, আলুসহ নানা সবজি খাওয়ার সময়। এসব সবজীতে ভাইরাস আক্রমণের আশঙ্কায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে সবজি চাষে সংশ্লিষ্টদের। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেছে, হালকা শীতের কারণে বিভিন্ন ফসলের রোগ বালাই দেখা দেওয়ায় সম্ভাবনা রয়েছে। মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের পাশাপাশি ফসলের সুরক্ষায় কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় দেশের শীতপ্রবহ এলাকা হিসেবে পরিচিত রংপুর অঞ্চল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়