শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০৫:০৩ বিকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০৫:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফতুল্লা থেকে মুন্সিগঞ্জে নিয়ে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই, গ্রেপ্তার ১

অপু রহমান: [২] নারায়নগঞ্জের ফতুল্লার ভুইঘর থেকে অটো ভাড়া করে মুন্সিগঞ্জে নিয়ে চালক হাফিজ (১৬) কে হত্যা করে অটোরিক্সা ছিনতাই করার দুই দিন পর এর রহস্য উদঘাটন করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
[৩] এ সময় ছিনতাইকারী চক্রের এক সদস্য জিসান (২০) কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জিসান স্বীকার করে যে, অটোরিক্সা ছিনিয়ে নেওয়ার জন্য পরিকল্পিত ভাবে হাফিজকে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার জৈনসার গ্রামের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে চারজন মিলে গলায় নাইলনের সুতা পেঁচিয়ে তাকে হত্যা করে বিলের কাদামাটির ভিতরে পুতে রেখে কচুরি পানা দিয়ে ঢেকে দিয়ে অটোরিক্সা নিয়ে সটকে পরে। গ্রেপ্তারকৃত জিসানের দেখানো মতে রোববার (১৪ নভেম্বর) ভোররাতে জৈনসার গ্রামের বিল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
[৪] এর আগে শনিবার (১২ নভেম্বর) দুপুরে নিহত হাফিজের পিতা মাজহারুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা থানায় নিখোঁজের একটি সাধারন ডায়েরী করেন। পুলিশ ওই সাধারন ডায়েরীর সূত্র ধরেই এ রহস্যের উদঘাটন করে মরদেহ উদ্ধার করে।
[৫] নিহত হাফিজ জেলার আড়াই হাজার থানার মধ্যের চরের মাজহারুল ইসলামের পুত্র ও ফতুল্লা থানার ভুইঘরস্থ মিন্টু মিয়ার বাড়ির ভাড়াটিয়া। গ্রেপ্তারকৃত জিসান ফতুল্লা থানার ভুইঘরের ফরহাদ মিয়ার পুত্র।
[৬] ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, এ হত্যাকান্ডের ঘটনায় ব্যাপক তদন্ত চলছে। এছাড়াও ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়