শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০৪:২০ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০৪:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাই বেপরোয়া ট্রাকের চাপায় নারী পোশাক শ্রমিক নিহত

মো. আদনান হোসেন: [২] ঢাকার ধামরাইয়ে কারখানায় যাবার পথে বেপরোয়া ট্রাকের চাপায় অটোরিকশা যাত্রী আফসানা আক্তার (২২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

[৩] রোববার (১৪ নভেম্বর) সকালে উপজেলার জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় জয়পুরা-কাউন্সিল বাজার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

[৪] নিহত আফসানা আক্তার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের কুল্লা হালুয়া পাড়া এলাকার আফজাল হোসেনের মেয়ে। সে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের ওডিসি গার্মেন্টস চাকরি করে।

[৫] অভিযোগে বলা হয়, সকালের দিকে জয়পুরা থেকে অটোরিকশায় করে ফুকুটিয়ায় কর্মস্থলে যাবার পথে জয়পুরা-কাউন্সিল বাজার সড়কের জয়পুরা জেলেপাড়া এলাকার জনৈক আ: রশিদের বাড়ির কাছে পৌঁছালে উল্টোদিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক (ঢাকা মেট্রো ন-৭৭১২) অটোরিকশাকে ধাক্কা মারে। এতে পোশাক শ্রমিক আফসানা সড়কে পড়ে গেলে ট্রাকের পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে উঠে গেলে ঘটনা স্থলেই সে মারা যায়। পরে এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

[৬] এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার ও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

[৭] এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়