শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০২:৩৭ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আত্মহত্যা চেষ্টায় ঘুমের ওষুধ সেবন, হাসপাতালে নিলো পুলিশ

সুজন কৈরী: [২] ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যা চেষ্টাকারী গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে জীবন বাঁচিয়েছে পুলিশ। ওষুধ সেবন করে গৃহবধূ নিজেই জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বাঁচার আকুতি জানান বলে জানিয়েছে পুলিশ।

[৩] ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, শনিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরখানের মাষ্টারপাড়া মাজার রোডের একটি বাড়ি থেকে একজন নারী কলার (৩০) কান্নাজড়িত স্বরে ফোন করে জানান, তার প্রবাসী স্বামী তাকে ঠিকমত ভরণ পোষণের টাকা দেন না। এছাড়া শ্বশুর বাড়ির লোকজনও তাকে নানাভাবে মানসিক নির্যাতন করেন। ৮ বছর বয়সী ছেলে সন্তান ও চার বছর বয়সী মেয়ে সন্তান নিয়ে তিনি খুব অসহায় অবস্থায় দিনাতিপাত করছেন। তিনি আর বেঁচে থাকতে চান না। এজন্য তিনি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছেন।

[৪] ৯৯৯ তাৎক্ষণিক উত্তরখান থানায় জানিয়ে দ্রুত কলারকে উদ্ধারের ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।
পরে উত্তরখান থনার এসআই মাইনুদ্দীন ৯৯৯ কে ফোনে জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে কলারকে উদ্ধার করে প্রতিবেশীদের সহায়তায় প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে টঙ্গী সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে কলারের পাকস্থলী পরিষ্কার করা হয়।

[৫] রোববার (১৪ নভেম্বর) সকালে কলারের খবর নেয়ার জন্য ৯৯৯ থেকে ফোনে যোগাযোগ করা হলে জানা যায়, কলার সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। কলারকে ৯৯৯ এবং থানা পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়, তার কোনও আইনী সহায়তার প্রয়োজন হলে সহযোগিতা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়